Site icon The News Nest

উপসর্গবিহীন রোগীর থেকে করোনা ছড়ানোর আশঙ্কা প্রায় নেই, দাবি WHO-এর

The News Nest: ‘অ্যাসিম্পটোম্যাটিক’ বা যে রোগীদের মধ্যে করোনা সংক্রমণের উপসর্গ আপাতত দেখা যায় নি, তাঁদের থেকে জীবাণু সংক্রমণের আশঙ্কা না-ও থাকতে পারে। সোমবার রাতে এই অভিমত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সংস্থার সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ জেনিভায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘এ পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে তাতে মনে হচ্ছে যে, অ্যাসিম্পটোম্যাটিক ব্যক্তির থেকে দ্বিতীয় কারও সংক্রমণ ঘটার সম্ভাবনা বেশ কম।’

আরও পড়ুন : কঠোর লকডাউনে মিলল আশাতীত সাফল্য! ৩ মাসেই করোনা মুক্ত নিউজিল্যান্ড

তিনি জানিয়েছেন, অ্যাসিম্পটোম্যাটিক রোগীর থেকে জীবাণু সংক্রমণের আশঙ্কা যে কম, তা WHO প্রকাশিত সিঙ্গাপুরের এক গবেষণাপত্রে আগেই সবিস্তারে জানানো হয়েছে। তবে এই বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ। তাঁর দাবি, সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদী চিকিৎসাধীন থাকা রোগীদের পর্যালোচনা করার পরেই ওই রিপোর্ট তৈরি হয়েছিল।

গত সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণের আতুরঘর হিসেবে পরিচিত উহান শহরের ৯.৯৮ জন বাসিন্দার মধ্যে ৩০০ জন অ্যাসিম্পটোম্যাটিক রোগীর খোঁজ পেয়েছে চিনের জনস্বাস্থ্য দফতর। ওই সমস্ত রোগীর ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন টুথব্রাশ, মগ, মাস্ক ও তোয়ালে থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে চিনা সংবাদমাধ্যম শিংহুয়া। শুধু তাই নয়, ওই ৩০০ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ১,১৭৪ জনকে পরীক্ষা করেও নেগেটিভ ফলই পাওয়া গিয়েছে। 

উপসর্গ না থাকা অথচ পরে করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্পষ্ট ফারাক ব্যাখ্যা করতে WHO-কে অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছিল উপসর্গ না থাকলে যে করোনা ছড়াবে না এমন নয়। হয়ত উপসর্গ সামনে আসেনি, কিন্তু সংক্ৰমণ হতে পারে। এদিন হু অবশ্য বলছে এমন ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন : ট্রাম্পের সেনা নামানোর হুমকিতে আরও বাড়ল ওয়াশিংটন ও পেন্টাগনের সংঘাত

Exit mobile version