ওয়েব ডেস্ক: ফ্যানেদের করতালি, চিত্কার-এগুলোই তো একজন ক্রিকেটারের চলার পাথেয়। ঘরবন্দি স্বামী যাতে ক্রিকেট মাঠের সেই অনুভূতিটা খুব বেশি মিস না করেন তাই ‘বিরাট দাওয়াই’ বার করে ফেললেন অনুষ্কা শর্মা। শুক্রবার ইনস্টাগ্রামে একটা মজাদার ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
সবকিছু স্বাভাবিক থাকলে এই সময়ে আইপিএলের লড়াইয়ে ব্যস্ত থাকার কথা ছিল কিং কোহলির। স্বাভাবিকভাবেই বাইশ গজ থেকে দূরে থাকার জন্য মন খারাপ ভারতীয় দলের অধিনায়কের। গ্যালারিতে তাঁর ফ্যানদেরও নিশ্চয়ই মিস করছেন কিং কোহলি। এই অবস্থায় বিরাটকে চিয়ার আপ করতে ফ্যান সাজলেন অনুষ্কা।
আরও পড়ুন: IPL 2020: দ্বীপরাষ্ট্রে হোক খেলা, BCCI-কে প্রস্তাব শ্রীলঙ্কায়
নিজের সোশ্যাল সাইটে ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। সেখানে বিরাটকে অনুষ্কা বলছেন, … এ কোহলি, কোহলি, কোহলি… চৌকা মার না!! ভিডিয়োর ক্যাপশনে বলিউড অভিনেত্রী লিখেছেন বিরাট নিশ্চয়ই ২২ গজকে মিস করছে… একই সঙ্গে তার ভক্তদের ভালোবাসা।তাই মাঠের ফিল দিতেই ওর ফ্যানদের মতো করে কথা বললাম।
ভিডিয়োর শেষে ক্যামেরাটি বিরাটের মুখে তাক করেন অনুষ্কা। ভারতীয় ক্রিকেট অধিনায়কের এক্সপ্রেশন সত্যি দেখবার মতো ছিল! স্ত্রীর এই অবাক কাণ্ড দেখে যে চমকে গিয়েছেন বিরাট, তা আর বলার অপেক্ষা রাখে না। বিরাটকে মোটিভেট করার জন্য অনুষ্কার এই ভিডিয়োটি মনে ধরেছে নেটিজেনদের।
আরও পড়ুন: এবার কোয়ারেন্টাইন সেন্টারের জন্য পাঁচতারা হোটেল খুলে দিলেন আয়েশা টাকিয়া