মেধাতালিকা প্রকাশ না হওয়ায় নাম জানা গেল না প্রথম স্থান অধিকারীর।
তবে নাম না জানা গেলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়ে দিলেন, এবার উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পেয়েছেন ৪৯৯ নম্বর (৯৯.৮ শতাংশ)।
দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education বা WBCHSE) সভাপতি মহুয়া দাস। তিনি জানান, উচ্চ মাধ্যমিকের যাবতীয় রেকর্ড এবার ভেঙে গিয়েছে। পাশের হার তো গতবারের থেকে একধাক্কায় ৩.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০.১৩ শতাংশ। ফলে পাশের হারে এবার উচ্চ মাধ্যমিকে নয়া রেকর্ড তৈরি হয়েছে।
আরও পড়ুন : একাদশ শ্রেণিতে কমছে না আসন সংখ্যা, সোমবারের মধ্যে প্রকাশিত হবে ভর্তির বিজ্ঞপ্তি
তিনি আরও বলেন, “এবার কোনও মেধাতালিকা হচ্ছে না। বিকেল ৪টেয় ফলপ্রকাশ। ৪টে ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। ফলাফল জানা যাবে WWW.WBRESULTS.NIC.IN এবং WWW.WBCHSE.NIC.IN সাইটগুলি থেকে।” তবে আজ ফল প্রকাশিত হলেও আজ-ই মার্কশিট হাতে পাচ্ছে না পরীক্ষার্থীরা।
৩১ জুলাই দুপুর ২টো থেকে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। এবছর ছাত্রদের থেকে ছাত্রীদের সাফল্য বেশি বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি। পাশাপাশি গতবারের থেকে এবারে বেড়েছে পাসের হার। এবারে পাসের হার ৯০.১২ শতাংশ। গতবার ছিল ৮৬.২৯ শতাংশ।
২০১৯ সালে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন কোচবিহার জেনকিন্স স্কুলের রাজর্ষি বর্মণ এবং বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল। দু’জনেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিলেন। তবে এবারের প্রথম স্থানাধিকারী কোন শাখার তাও জানানো হয়নি।
আরও পড়ুন : শুক্রবার আর একদফা কমল সোনার দাম, সস্তা হল রুপোও