Weather forecast before Holi in West bengal

Holi : দোলের আগেই বদলের সম্ভাবনা, জানুন রঙের উৎসবে আবহাওয়ার পূর্বাভাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘বসন্ত এসে গেছে..’ বলে এখন কেউ আর আহ্লাদিত হন না, বরং মনে হয় শীতের পরেই গরম এসে গেছে। দোলের দিনে আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ফুরফুরে বসন্তের হাওয়া মেখে রঙ খেলার দিন শেষ।

আবহাওয়াবিদরা বলছেন, দোলের আগেই আবহাওয়ার (Weather) ভোলবদল হবে। চড়চড় করে বাড়বে তাপমাত্রার পারদ। দোলের দিন  কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দোল ও হোলি উৎসবে উষ্ণ আবহাওয়া থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। মার্চের শুরু থেকেই হাওয়া বদল। ক্রমশ বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী ৪৮ ঘণ্টায় একই রকম আবহাওয়া দক্ষিণবঙ্গে। মার্চের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে মার্চের শুরুতে।

কলকাতায় গত কয়েকদিন ধরে সকালের মনোরম আরামদায়ক আবহাওয়া রোদ চড়তেই উধাও হচ্ছে। মেঘলা আকাশে আরও ভ্যাপসা গরম বাড়ছে। দিনভর কলকাতার আকাশ এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। আজ মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছুঁতে পারে। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় আবহাওয়ার বদল হবে মার্চের শুরুতেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং- এ হালকা বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest