বিকেল নামতেই আকাশ কালো করে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টি, চলবে শনিবার পর্যন্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। মেঘলাই ছিল অধিকাংশ সময়। কিন্তু বৃষ্টির অবস্থা তৈরি হয়নি। হল বিকেল নামতে। বিকেল নামতেই ক্রমশ আকাশ কালো মেঘে ছাইতে থাকে। জলভরা কালো মেঘ কার্যত সন্ধে নামিয়ে দেয় অনেক জায়গায়। ঘন অন্ধকার নেমে আসে। তারপরই শুরু হয় বজ্রপাত। সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্রমশ তা ঝড়ের চেহারা নেয়। প্রবল ঝড়ে অনেক গাছ এদিন পড়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা সহ অনেক জেলাতেই এদিন কমবেশি ঝড়বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: নেটের সমস্যা, অনলাইন ক্লাস নিতে মগডালে মাচা বাঁধলেন শিক্ষক

অনেক জায়গায় এদিন বিকেলের ঝড়ের হাত ধরে আসা বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে পড়েছে শিলা। শিলাবৃষ্টি হয়েছে অনেক জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীপবাষ্প ঢুকছে। এই দুইয়ের প্রভাবে বৃষ্টি হবে।

বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ তার পার্শ্ববর্তী জেলাগুলোতে। ইতিমধ্যেই কলকাতার উপর দিয়ে তিনটে কালবৈশাখী বয়ে গিয়েছে। প্রতি ঘণ্টায় তার সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৬ কিলোমিটার। তবে এ দিন ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: ত্রুটিপূর্ণ টেস্ট কিট নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, বাংলাকে বদনামের অভিযোগ

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest