কখনও ফ্রেমবন্দি হয়েছে নেপালের ভূমিকম্প, কখনও দিল্লির দাঙ্গা, হংকংয়ের প্রতিবাদ। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে চিতা জ্বলার ছবিও উঠে এসেছে তাঁর ক্যামেরায়। কান্দাহরে তালিবানি হামলায় নিহত হলেন সেই ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি।   তবে তার ক্যামেরায় বন্দি হয়ে থাকা মুখচ্ছবিগুলো ঠিকই বলে যাবে খবরের ইতিহাস।

দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার এই ছবি ঝড় তুলেছিল গোটা বিশ্বে

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা

দিল্লিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা

মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয়ের আশায় আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের ছবি তুলেছিলেন দানিশ।   

অবরুদ্ধ কাশ্মীরের ছবি

দিল্লিতে একটাই শয্যায় ঠাসাঠাসি করে দুই আক্রান্ত। 

রোহিঙ্গা উদ্বাস্তু ছুঁয়ে দেখছেন সমুদ্রতট। মর্মস্পর্শী এই মুহূর্তর জন্য দানিশ পেয়েছিলেন পুলিৎজার।

দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুমিছিল শুরু হয়েছিল দেশে। গণচিতা জ্বলছিল। তেমনই এক হাড়হিম করা ছবি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।

বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে কৃষক বিক্ষোভ

দানিশ সিদ্দিকী নিজেই এখানে ছবি। মুম্বাই উপকূলে আরব সাগরে ডুবতে বসা একটি মালবাহী জাহাজের ছবি তোলায় ব্যস্ত দেখা যাচ্ছে তাকে।