রাত পেরোলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় আমফান। এর জেরে আগামী সপ্তাহে দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে তা এখনো সুস্পষ্টভাবে জানা না গেলেও শনিবার বিকেলের মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। তার জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাংশে। 

আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন, ওই বাঁকেই লুকিয়ে রয়েছে বিপদ। কতটা গতিতে বাঁক নিচ্ছে, তার উপরেই নির্ভর করবে ঘূর্ণিঝড়টি কোথায় আছড়ে পড়বে।উপগ্রহ চিত্র দেখে আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সোম-মঙ্গলবার। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতাসের গতিবেগও থাকবে ঘণ্টায় ৬৫ থেকে ৯০ কিলোমিটারের আশপাশে। ঘূর্ণিঝড়ের এই নামটি দিয়েছে থাইল্যান্ড।

আরও পড়ুন: ‘করোনা’ আতঙ্ক! জ্বরে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, মেডিকেল কলেজ চত্বরে ২ ঘণ্টা পড়ে থাকল দেহ

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার রাত থেকে আমফানের জেরে উপকূলবর্তী জেলায় বর্ষণ শুরুর সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার নাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পরিষ্কার হবে আকাশ। শুক্রবার রোদ উঠবে উত্তরবঙ্গেও। বর্তমানে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঝড়টি। অনুমান আগামীকালের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। 

এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটি অবস্থান করেছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। শনিবার দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য ভাগে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শুরুতে উত্তর-পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়। আগামী ১৭ তারিখের পর অভিমুখ পরিবর্তন করে বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। তার পর উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়। তার ফলে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তাঁর প্রভাব পড়বে।

আরও পড়ুন: খসে পড়ছে একে একে নক্ষত্র! প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক দেবেশ রায়

Gmail 2

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest