3day bus strike in Diamond Harbour-Sundarbans route

Bus Strike : বাস ধর্মঘটের ডাক, টানা তিন দিন বন্ধ থাকবে পরিষেবা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাস ধর্মঘটের ডাক দিল জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর্স অ্যাসোসিয়েশন। বেআইনি গাড়ি বন্ধের দাবিতে এই ধর্মঘট(bus strike)। সোমবার থেকে টানা তিন দিন সুন্দরবন এলাকার সমস্ত বেসরকারি বাস এবং মিনিবাস বন্ধ থাকবে। স্বভাবতই, দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের।

অবৈধ যানবাহনের দাপটের বিরুদ্ধে তিনদিনের সুন্দরবন ও ডায়মন্ড হারবার ধর্মঘটের ডাক দিয়েছে এলাকার সমস্ত বাস ও মিনিবাস সংগঠন। আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। যার জেরে বেহাল যাত্রী পরিবষেবা। সপ্তাহের প্রথম দিন বাস-মিনিবাস না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

সুন্দরবন বাস মালিক ইউনিয়নের সভাপতি রইসউদ্দিন মোল্লা বলেন, ‘‘বহু দিন ধরে বিভিন্ন রুটে বেআইনি অটো, টোটো, ম্যাজিক গাড়ি, মোটর ভ্যানের বন্ধের দাবিতে একাধিক বার প্রশাসনের নানা স্তরে দাবি জানানো হয়েছে। কিন্তু সুরাহা হয়নি।’’ সুন্দরবন এলাকায় প্রায় সাড়ে ৩০০ বাস, মিনিবাস চলাচল করে। রইস-এর দাবি, বেআইনি গাড়ি চলাচলের কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। এরই প্রতিবাদে আজ, সোমবার সকালে ডায়মন্ড হারবার মহকুমা অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ হবে বলে জানান তিনি। পাশাপাশি, সমস্ত বাস চলাচল তিন দিন বন্ধ রাখা হবে।

অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক (ডায়মন্ড হারবার) শুভাশিস ঘোষ বলেন, ‘‘বেআইনি গাড়ির বিষয়ে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু বেআইনি ছোট গাড়ি বাতিল করা হয়েছে। বাস মালিক সংগঠনের কাছে আমরা ধর্মঘট বন্ধ রাখার জন্য অনুরোধ করব।’’ স্থানীয় আরটিও আধিকারিকের দাবি, মাঝে মাঝেই তাঁরা এধরনের অবৈধ ছোট গাড়ির বিরুদ্ধে অভিযান চালান তাঁরা। কিন্তু অভিযান বন্ধ হলে কিছদিন পর আবার ওই গাড়িগুলি চলতে শুরু করে।

কলকাতার সঙ্গে সংযোগকারী ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বকখালি, পাথরপ্রতিমা, রায়দিঘিতে প্রায় হাজারের কাছাকাছি বেসরকারি বাস চলে। কোনও সমাধান সূত্র না বেরোলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে বলে মনে করেছেন যাত্রীরা।সোমবার সকালেই তার নমুনা চোখে পড়েছে। বাসস্ট্যান্ডে যাত্রীরা ভিড় করলেও তাদের অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। কেউ কেউ বেশি ভাড়া দিয়ে অন্য গাড়ি করে গন্তব্যের দিকে রওনা দেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest