50 percent of the houses get duare ration scheme facility, the food department gave new instructions

পুজোর মুখে খুশির খবর, ৫০ শতাংশ বাড়িতে দুয়ারে রেশন, নয়া নির্দেশ দিল খাদ্য দফতর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুজোর মুখে খুশির খবর। রাজ্যবাসীর জন্য সুখবর খাদ্য দফতরের তরফে। ৫০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছে খাদ্য দফতর। খাদ্যদফতরের নয়া নির্দেশ অনুসারে অক্টোবরের প্রথম ৯দিন এই পাইলট প্রজেক্ট চলবে। পুজোর দিনগুলো বাদ দিয়ে হাতে কাজের দিন হিসাবে পাওয়া যাচ্ছে মাত্র ৯দিন। সেই ৯দিনের মধ্যেই রাজ্যের ৫০ শতাংশ বাড়়িতে রেশন সামগ্রী পৌঁছে দিতে চাইছে খাদ্য দফতর। দুয়ারে রেশন প্রকল্পেকে এভাবেই পুজোর মুখে কয়েকধাপ এগিয়ে দেওয়ার চেষ্টা করছে খাদ্য দফতর।

খাদ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ১৫ শতাংশ বাড়িতে রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তবে এবার বাড়ির সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, পাইলট প্রজেক্ট বলেই আমরা গ্রাহকদের ফিডব্য়াক নিয়ে তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছি। তাই পুজোর মধ্যেই ৫০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে নানা আইনী জটিলতার পাশ কাটিয়ে পাইলট প্রজেক্ট হিসাব দুয়ারে রেশন চালু করেছে খাদ্য দফতর। পুজোর মুখে তাতে গতি আনারও চেষ্টা হচ্ছে। কিন্তু ডিলারদের একাংশ সরকারি এই নির্দেশিকায় একেবারেই খুশি নয়। তাঁদের একাংশের দাবি, পুজোর আগে অনেকেই ছুটির মেজাজে থাকেন। অনেকেই ঠিকঠাক কাজ করতে চান না। এর মধ্যে আবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বাস্তবে এটি কতটা প্রয়োগ করা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই গিয়েছে। এনিয়ে দফতরের কাছে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। তবে প্রকল্পে গতি আনতে বদ্ধপরিকর দফতর।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest