Site icon The News Nest

রাজ্যসভায় বিধি ভঙ্গের অভিযোগ,এক ধাক্কায় সাসপেন্ড তৃণমূলের ছয় সাংসদ, মুলতবি রাজ্যসভা

indian parliament pic

শান্তনু সেনের পর আরও ছ’জন তৃণমূলের রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তাঁরা হলেন, নাদিমুল হক, আবির বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর। তবে শান্তনু সেনকে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলেও এই ছয় সাংসদকে শুধুমাত্র আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে।

শান্তনু সেনের পর আরও ছ’জন তৃণমূলের রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তাঁরা হলেন, নাদিমুল হক, আবির বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেনজির নূর। তবে শান্তনু সেনকে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলেও এই ছয় সাংসদকে শুধুমাত্র আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এদিন সাসপেন্ড হন, দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস,শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর। শুধুমাত্র আজকের জন্যই ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় তাদের সাসপেন্ড করা হয় ।

আরও পড়ুন : সৃজিতের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন Paoli Dam ও Anirban Bhattacharya

বুধবার রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা ওয়েলে নেমে আসেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তার পরই অধিবেশন বানচালের অভিযোগ তুলে সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় সাংসদকে। তাঁদের এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

ছয় সাংসদকে সাসপেন্ড করার পরই টুইট করেন সাংসদ ডেরেক ’ও ব্রায়েন। টুইটে তিনি জানান, দুপুর ২টোর সময় প্রতিবাদ জানাবেন বিরোধী দলের সাংসদরা।

আরও পড়ুন : দুরন্ত পারফর্ম্যান্স নীরজ চোপড়ার, প্রথম চেষ্টাতেই ফাইনালে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার

Exit mobile version