Anis's body was removed from the grave

জট কাটল, কবর থেকে তোলা হল আনিসের দেহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ টালবাহানার পর দ্বিতীয় বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিস খানের মৃতদেহ। জেলা জজের উপস্থিতিতে দেহ তোলা হয়।

আনিসের পরিবারের (Anis Khan) উপস্থিতিতে কবর খুঁড়ে বের করা হল ছাত্র নেতার দেহ বের প্রক্রিয়া শুরু হলেও মাঝপথে জটিলতায় থমকে যায় প্রক্রিয়া। পরিবারের দাবি জানায় আসতেই হবে ডিস্ট্রিক্ট জাজকে। ঘটনাস্থলে উপস্থিত সিটের (SIT) আধিকারিকরা। রয়েছে পুলিশও। তদন্তকারী আধিকারিকদের দাবি, আদালতের নির্দেশেই ডিস্ট্রিক্ট জাজকে উপস্থিত থাকতে হবে। কিছুক্ষণ পর জেলা জজ পৌছনোর পর ফের শুরু হয় কাজ। SIT ও জেলা জজের উপস্থিতিতে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। পুরো প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করেছে SIT।

সোমবার সকাল আটটা নাগাদ সিটের সদস্যরা আনিসের আমতার বাড়িতে পৌঁছন। তিন সদস্যের এই দলে ছিলেন হাওড়ার বিএমওএইচ এবং এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁরা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। তার পর শুরু হয় দেহ কবর থেকে তোলার প্রস্তুতি। কিন্তু আনিসের বাবা বলেন, জেলা জজ না এলে দেহ কবর থেকে তুলতে দেবেন না তিনি।

এর পরই বেলা ১২টা নাগাদ এসে পৌঁছন জেলা জজ। তাঁর সামনেই শুরু হয় কবর থেকে দেহ তোলার প্রক্রিয়া। সাড়ে বারোটা নাগাদ আনিসের দেহ কবর থেকে তোলা হয়।সিট সদস্যরা আনিসের বাবাকে মৃতদেহ সনাক্ত করার জন্য যেতে বলেন। তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে জানান, তিনি যেতে পারবেন না বদলে যাবেন তাঁর বড়ছেলে এবং আনিসের কাকার ছেলে। এ ছাড়া গ্রামের ১০ থেকে ১২ জন সঙ্গে যাবেন। এর আগে শনিবার যে সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছিল, সোমবার সে রকম ভাবে বাড়তি পুলিশ রাখা হয়নি।

এর আগে দেহ তোলাকে ঘিরে শুক্রবার Anis Khan Case: আনিস খানের দেহ তোলা নিয়ে ফের জটিলতাভোররাতে উত্তপ্ত হয়ে ওঠে আমতা। রাত তিনটে নাগাদ আনিসের (Anis Khan) দেহ কবর থেকে তুলতে পৌঁছেছিল পুলিশ। উপস্থিত ছিলেন SIT এর সদস্য সহ পুলিশের শীর্ষস্থানীয় অফিসাররা। তাঁদের দেহ তোলার কাজে বাধা দেয় গ্রামবাসীরা। আনিসের বাড়ির কাছকাছি পৌঁছনোর আগেই পুলিশকে আটকে দেয় স্থানীয়রা। বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। অবশেষে ফিরে যেতে বাধ্য হয় পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest