Arambag Girls School's HS Result has been updated

বিক্ষোভের জের, রবিবার মিটল রেজাল্ট-বিভ্রাট, বাড়ল নম্বর, হাসি ফুটল আরামবাগ গার্লস স্কুলের পরীক্ষার্থীদের মুখে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে অকৃতকার্য পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। রেজাল্ট বিভ্রাটের অভিযোগ উঠেছিল আরামবাগ গার্লস স্কুলেও। অবশেষে সংশোধিত মার্কশিট পেলেন পড়ুয়ারা।এক এক জনের ২০ থেকে ২৫ নম্বর বেড়েছে। হাসি ফুটল মুখে। কেউ কেউ সংবাদমাধ্যমকে জানালেন ধন্যবাদ। রেজাল্ট বিভ্রাটে বিক্ষোভের এক দিন পরেই সংশোধিত রেজাল্ট হাতে পেয়ে গেলেন ছাত্রীরা। নতুন ও বর্ধিত নম্বরের রেজাল্ট পেয়ে খুশির জোয়ার ছাত্রী ও অভিভাবক মহলে।

আরও পড়ুন: হিমাচলপ্রদেশের কিন্নরে ভূমিধসে ভাঙল সেতু, মৃত ৯ পর্যটক

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিভ্রাটের জেরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছিল আরামবাগ গার্লস হাই স্কুলে। বিক্ষোভে ফেটে পড়েছিলেন অভিভাবক-অভিভাবিকা থেকে ছাত্রীরা। শুক্রবার এই রেজাল্ট বিভ্রাটের অভিযোগে স্কুল চত্বরে বিক্ষোভের সৃষ্টি হয়। তাতে স্কুলে ছাড়িয়ে উত্তেজনা ছড়ায় আশেপাশেও। ছাত্রীদের সেই পরিস্থিতির যে খবর সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছিল তার জেরে অবশেষে সংশোধিত রেজাল্ট এসে পৌঁছাল স্কুলে। খবরের জেরে নড়েচড়ে বসেন স্কুল কর্তৃপক্ষ ও উচ্চ মাধ্যমিক কাউন্সিল। মাত্র এক দিনের মধ্যেই রবিবার ছুটির দিনেই সেই সংশোধিত মার্কশিট হাতে পেলেন ছাত্রীরা।

সম্ভবত রাজ্যে এই প্রথম সংশোধিত রেজাল্ট দেওয়া হল তাদের। রাজ্যের মধ্যে একটা নজির হয়ে রইল আরামবাগ গার্লস স্কুলের রেজাল্ট কাণ্ড। তবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অসন্তোষের ঘটনা দেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ জারি করেছে, যে কোন স্কুলের ফলাফল নিয়ে কোন অভিযোগ থাকলে, তা সাত দিনের মধ্যে দফতরে জানাতে। সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে কাউন্সিল। এদিনই আবার শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

আরও পড়ুন: পেগাসাস কাণ্ডে অভিষেকের হয়ে গলা ফাটাল কংগ্রেস! ‘দিদির’ দিল্লি যাত্রার আগে বন্ধু-বার্তা!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest