প্যারোডির জবাব প্যারোডিতেই। একুশের ভোটযুদ্ধে গরমাগরম স্লোগানের পাশে ট্রেন্ডিং প্যারোডি। দেওয়ালে, স্লোগানে, কার্টুনে, মিম-এর পাশে প্যারোডিতে কটাক্ষ। হোয়াটসঅ্যাপে, ফেসবুক, ইনস্টায় মেতে থাকা Gen Y-এর মন জিততে প্রচারে এবার ঝড় তুলেছে প্যারোডি। চিরন্তন কঠিন বুলি ছেড়ে ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডের প্রচারে বামেদের হাতিয়ার ছিল ‘টুম্পা সোনা’র প্যারোডি। এবার প্যারোডির তালেই এল ‘টুম্পা ব্রিগেড চল’-এর জবাব। প্রচারে নয়া চমক- ‘না রে না টুম্পা-রা ব্রিগেড যাবে না’। তবে এই প্যারোডি TMC দলের নয়, তৈরি করেছেন সমর্থকরা।
একুশের ভোটযুদ্ধে গরমাগরম স্লোগানের পাশাপাশি প্যারোডি এখন ‘ট্রেন্ডিং’। হোয়াটসঅ্যাপে, ফেসবুক, ইনস্টায় সময় কাটানো নেটিজেনদের মন টানতে এবার ভোট প্রচারের মোক্ষম অস্ত্র হয়ে উঠেছে প্যারোডি। বামেদের ‘টুম্পা সোনা’ নিয়ে যখন দ্বিধাবিভক্ত বাম সমর্থকরা, চায়ের আড্ডা থেকে খবরের কাগজে যখন বামেদের গণসঙ্গীতের সঙ্গে টুম্পা সোনার তুলনা টেনে রুচির প্রশ্ন তুলেছে তখন সেই প্যারোডিকে কাউন্টার করতে হাজির হল তৃণমূলের ‘না রে না টুম্পা ব্রিগেড যাবে না’ প্যারোডি।
আরও পড়ুন: শক্তির লিটমাস টেস্ট! বাম-কংগ্রেসের দশ লাখি ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি কি সম্ভব?
বামেরা জনৈক টুম্পার উদ্দেশে বলেছিল তাকে নিয়ে ২৮ তারিখের ব্রিগেডে চেন ফ্লাগে মাঠ সাজাবে। এবার ঘাসফুল শিবিরের পাল্টা ‘না রে না ব্রিগেড তো আর ভরে না।’ বছর কয়েক আগে রাজ চক্রবর্তীর পরিচালনায় সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাক ব্যাপক হিট হয়েছিল। সেই গানের সুরেই নতুন প্যারোডি বেঁধেছেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত। শিল্পী শমীক কুণ্ডুর গাওয়া এই প্যারোডি বলছে- ‘না রে না ব্রিগেড তো আর ভরে না। মাকুরা নাস্তানাবুদ লোক জোটানোয় দায়…।’
তবে শুধু বাম-কংগ্রেসই নয়, গানে মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপির উদ্দেশেও আক্রমণ হয়েছে। বামেদের টুম্পা সোনা প্যারোডিতে উঠে এসেছিল তৃণমূল ও বিজেপির আঁতাতের কথা। তৃণমূলের পাল্টা কটাক্ষ, ‘ডানে বামে হাত মেলালেও টুম্পা যাবে না।’ সেই সঙ্গে মমতার সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলের প্যারোডিতে বলা হয়েছে, ‘বাড়িতে পথেতে এখানে ওখানে দিদিকে পায়।’ বাম-কংগ্রেসের জোটকে কটাক্ষ করে প্যারোডিতে লেখা হয়েছে, ‘মানুষ যে বামেতে নাজেহাল। কাটা হাতে নেই আর ইন্দ্রজাল।’ যে টুম্পাকে ব্রিগেড নিয়ে যাওয়ার ডাক দিয়েছে বামেরা, তাদের কটাক্ষ করে এই গান বলছে ‘টুম্পারা ফেলবে ঝেড়ে ৩৪-এর দায়।’ সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলেও আক্রমণ শানানো হয়েছে প্যারোডিতে।
আরও পড়ুন: ভোট ঘোষণার ২৪ ঘণ্টায় রাজ্য পুলিশে বড় রদবদল! সরানো হল এডিজি আইনশৃঙ্খলাকে