FLASH MUMBAI SEVERAL PEOPLE KILLED AFTER A WALL COLLAPSE ON SOME SHANTIES IN CHEMBURS BHARAT NAGAR AREA DUE TO A LANDSLIDE

মুম্বইয়ে দেওয়াল ধসে দুর্ঘটনায় মৃত 30 , আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র-রাজ্যের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বইয়ে দেওয়াল ধসে দুর্ঘটনায় মৃত্যু হল 30 জনের ৷ আজ সকালে বাণিজ্যনগরীর তিন জায়গায় দুর্ঘটনাগুলি ঘটে ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷ ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ৷ চেম্বুরে বাড়ির দেওয়ার চাপা পড়ে মৃত্যু হয়েছে 15 জনের ৷ ভিকরোলিতেও বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের, মুলুন্দে 1 জনের মৃত্যু হয়েছে ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সমবেদনা জানিয়েছেন আহত এবং মৃতদের পরিবারকে ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি ৷ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি বলেন, “মুম্বইয়ের দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”

মুম্বইয়ের ভিকোরোলি এবং চেম্বুরের ঘটনায় শোকপ্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দেন তিনি ৷ কয়েকদিন ধরে মুম্বই প্রচুর বৃষ্টি হচ্ছে ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন ৷ এই পরিস্থিতি মুম্বইয়ের চেম্বুরের ভারত নগরে ভূমিধসের কারণে বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে ৷ অতিরিক্ত বৃষ্টির কারণেই এই ভূমিধস বলে মনে করা হচ্ছে ৷ ঘটনায় 30 জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ ঘটনার পর এলাকায় পৌঁছায় পুলিশ ৷ এনডিআরএফ-র দলও উদ্ধারকাজ শুরু করে দিয়েছে ৷ তাদের সঙ্গে স্থানীয় মানুষজনও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest