Site icon The News Nest

মুম্বইয়ে দেওয়াল ধসে দুর্ঘটনায় মৃত 30 , আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র-রাজ্যের

mumbai flood

মুম্বইয়ে দেওয়াল ধসে দুর্ঘটনায় মৃত্যু হল 30 জনের ৷ আজ সকালে বাণিজ্যনগরীর তিন জায়গায় দুর্ঘটনাগুলি ঘটে ৷ ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷ ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে ৷ চেম্বুরে বাড়ির দেওয়ার চাপা পড়ে মৃত্যু হয়েছে 15 জনের ৷ ভিকরোলিতেও বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে 5 জনের, মুলুন্দে 1 জনের মৃত্যু হয়েছে ৷

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সমবেদনা জানিয়েছেন আহত এবং মৃতদের পরিবারকে ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি ৷ঘটনায় শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি বলেন, “মুম্বইয়ের দুর্ঘটনায় আহত ও মৃতদের পরিবারকে সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷”

মুম্বইয়ের ভিকোরোলি এবং চেম্বুরের ঘটনায় শোকপ্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দেন তিনি ৷ কয়েকদিন ধরে মুম্বই প্রচুর বৃষ্টি হচ্ছে ৷ ইতিমধ্যেই মুম্বইয়ের বিভিন্ন এলাকা জলমগ্ন ৷ এই পরিস্থিতি মুম্বইয়ের চেম্বুরের ভারত নগরে ভূমিধসের কারণে বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে ৷ অতিরিক্ত বৃষ্টির কারণেই এই ভূমিধস বলে মনে করা হচ্ছে ৷ ঘটনায় 30 জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ ঘটনার পর এলাকায় পৌঁছায় পুলিশ ৷ এনডিআরএফ-র দলও উদ্ধারকাজ শুরু করে দিয়েছে ৷ তাদের সঙ্গে স্থানীয় মানুষজনও উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৷

 

Exit mobile version