Site icon The News Nest

রাজ্যসভা উপনির্বাচনে তৃণমূলের সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রার্থী দেবে না বিজেপি, টুইট শুভেন্দুর

WhatsApp Image 2021 09 20 at 1.17.44 PM

নিম্নচাপের বৃষ্টি মাথায় নিয়ে আজ সোমবার রাজ্যসভার ভোটে তৃণমূল (TMC) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সুস্মিতা দেব (Sushmita Dev)৷ আর এদিনই বিজেপি (BJP) জানিয়ে দিল মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে তারা কোনও প্রার্থী দিচ্ছে না৷ কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন সুস্মিতা৷

সোমবার সকালে একটি টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানান, রাজ্যসভার উপ নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। কারণ হিসেবে টুইটে তিনি লিখেছেন, “ফলাফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভবানীপুরের উপ নির্বাচন ও বাকি দুটি আসনের ভোট।” অর্থাৎ বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বোঝাতে চেয়েছেন, রাজ্যসভার নির্বাচন নিয়ে মোটেও ভাবছে না বিজেপি। মানস ভুঁইঞার ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ৪ অক্টোবর। সুস্মিতা দেবের  জয় যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না।

বেশ কয়েক মাস আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। সেই আসনে প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত IAS জহর সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল। সেখানেও প্রার্থী দেয়নি বিজেপি। সেই সময় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, শাসকদলের সঙ্গে অনেকটা ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি (BJP)। ফের একই ঘটনার পুনরাবৃত্তি

অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা বেশিদিন হয়নি তৃণমূলে যোগ দিয়েছেন৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে তৃণমূলে যোগ দিতে গত মাসে অসম থেকে কলকাতা এসেছিলেন৷ তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন৷ সূত্রের খবর, অসমে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে সুস্মিতাকে নিতে আগ্রহী ছিলেন অভিষেক৷ যোগদান নিয়ে সুস্মিতার সঙ্গে যখন কথাবার্তা চলছিল সেই সময়ই তাঁকে রাজ্যসভা আসনে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল তৃণমূল৷ সেই মত তাঁকে প্রার্থী করা হয়৷ আজ সকালে বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন তিনি৷

Exit mobile version