Bus Accident In Midnapore Bus Carrying Passengers Who Survived Coromandel Express Collision Crashes Into Van

Bus Accident: গোদের ওপর বিষ ফোঁড়া! বালাসোরের রেল দুর্ঘটনা থেকে বেঁচে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বালেশ্বরে (Balasore) ট্রেন দুর্ঘটনায় (Train Accident) আহত যাত্রীদের মেদিনীপুরে (Medinipur) নিয়ে আসার পথে দুর্ঘটনায় পড়ল বাস (Bus)। শনিবার বিকেলে ৬০ নাম্বার জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অল্প বিস্তার চোট পান অনেক যাত্রীই।ঘটনার পর জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শুক্রবার ওড়িশার বালেশ্বরে কাছে তিনটি ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এই দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রেনের সঙ্গে বাংলার যোগ রয়েছে। কারণ একটি ট্রেন শালিমার ছেড়ে যাচ্ছিল। অন্যদিকে যশবন্তপুর এক্সপ্রেস হাওড়া ফিরছিল যাত্রীদের নিয়ে। তাই দুর্ঘটনা কবলে পড়া যাত্রীদের একটি বড় অংশই বাংলার। সেই জন্য দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য বাংলার একাধিক জেলা থেকে ত্রাণ পাঠান হচ্ছে। তেমনই বাসটি পাঠান হয়েছিল বালেশ্বরের দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য। কিন্তু যাত্রীদের নিয়ে আসার পথে বাসটি ফের দুর্ঘটনার কবলে পড়ে।

জানা গিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউই গুরুতর ভাবে আহত হননি। তবে অনেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এমন ভয়াবহ দুর্ঘটনার জেরে এমনিতেই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন যাত্রীরা। তারই মধ্যে বাড়ি ফেরার পথে ফের বাস দুর্ঘটনার কবলে পড়ায় অনেকেই আরও ভেঙে পড়েছেন।

নবান্নের তরফে জানানো হয়, ওড়িশার রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত হয়েছেন। ওড়িশার হাসপাতালে ভরতি আছেন পশ্চিমবঙ্গের ২৫ জন। পশ্চিমবঙ্গের হাসপাতালে ভরতি আছেন ১১ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest