অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল দীর্ঘ ১৫ মাস পর পেয়েছেন জামিন। শর্ত সাপেক্ষে ইডির দায়ের করা মামলায় জামিন পান অনুব্রত কন্যা। অনুব্রত কন্যার জামিনে মুক্তির খবর বীরভূমে আসতেই রাতে উৎসবের মেজাজ দেখা গেল নানুরের আটকুলা এলাকা। সেখানে রীতিমতে পাত পেড়ে রাতে মাংস-ভাত খাওয়ার আয়োদন হয়।
এই মাংস-ভাত খাওয়ানোর আয়োজক ছিলেন তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আব্দুল কেরিম খান। রিপোর্ট বলছে, অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকার ফলে দীর্ঘদিন ধরে এই কেরিম খান খানিকটা কোণঠাসা হয়ে পড়েন বীরভূমের রাজনীতিতে। এরপরই সদ্য সুকন্যা মণ্ডলের জামিনের খবর পেতেই তিনি খুশিতে এই ভুরি ভোজের আয়োজন করেন।
জানা যাচ্ছে, শুধু মাংস আর ভাতই নয়। সঙ্গে ছিল, আলুপোস্ত, চাটনিও। এদিকে, জানা গিয়েছে, ইডির দায়ের করা যে মামলায় সুকন্যা জামিন পেয়েছেন, সেই মামলায় এখনও জোলবন্দি তাঁর বাবা অনুব্রত মণ্ডল। এর আগে, গত বছর ২০২৩ সালে ২৬ এপ্রিল ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা। এরপর ১৫ মাস পর সদ্য তিনি মঙ্গলবার জামিন পেয়েছেন।
প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। দিল্লি হাই কোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন।
২০২৩ সালের ২৬ এপ্রিল সুকন্যা মণ্ডলকে(Sukanya Mondal) গরু পাচার মামলায় ইডি গ্রেপ্তার করেছিল দিল্লি থেকে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠায় তার তদন্তে নেমে ইডি দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে ডাকে। প্রশ্নোত্তরে অসংগতি মেলায় দপ্তরেই সুকন্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানিয়েছিলেন, সম্পত্তি সংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও