মমতার কথা শুনতে চায় অক্সফোর্ড, ফের আমন্ত্রণ নেত্রীকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাষ্ট্রপুঞ্জে সম্মানিত হয়েছিলেন। এবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ভার্চুয়াল এই সভায় বক্তৃতার আমন্ত্রণ চিঠি ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভা। সেখানেই মুখ্যমন্ত্রী তুলে ধরবেন বাংলার উন্নয়নকে। রাজ্যে মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্প রয়েছে। যেগুলির মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে রয়েছে, কন্যাশ্রী, সবুজশ্রী, সজুবসাথী, খাদ্যসাথী, যুবশ্রী, আমার বাড়ি, সেফ ড্রাইভ সেফ লাইফ, জলস্বপ্ন।

২০১৭ সালেও অক্সফোর্ড ইউনিয়ন মুখ্যমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।২০১০ সালে রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেম্ব্রিজে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

আরও পড়ুন : আজ থেকে শুরু কড়া লকডাউন, দেখে নিন, ছাড় কিসে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest