প্রায় প্রতিবছর অতি বৃষ্টির ফলে ,শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটাল । এবছর ও তাই হয়, ২ রা আগস্ট খবর আসে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটাল পৌরসভা । সেদিন থেকেই আমাদের পরিকল্পনা শুরু হয় ঘাটালের বন্যা পীড়িত মানুষের কাছে কিছু সাহায্য পৌঁছে দেওয়ার।
১৫ ই অগাস্ট “পিন্ড অফ পিস ফাউন্ডেশন”ও “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এবং “মিরর অফ আইডেন্টিটি” ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে ঘাটালের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর প্রায় ১১টি গ্রামের ২৫০এর অধিক বন্যা পীড়িত পরিবারের কাছে আমরা সাহায্য পৌঁছে দিই ।ভাগীরাথপুর ফুটবল মাঠ এবং চকলছিপুর হাই মাদ্রাসা তে আমাদের খাদ্য দ্রব্য বিতরণ সভা অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন : প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী Kalyan Singh
“সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির” মূল উদ্যোক্তা শাহিন মন্ডল ও নাফিসা বেগম জানান যে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো “পিন্ড অফ পিছ ফাউন্ডেশন” থেকে শেখ সাজারুল হক, মোঃ আরমান, মেহতাব আহমেদ ও সঞ্জু রহমান, এবং “মিরর অফ আইডেন্টিটি” থেকে ৭ জন উপস্থিত ছিলো।
মানুষ ভাষণ শুনে ক্লান্ত। পীড়িত মানুষ সাহায্য চায়। একদিকে ভয়াবহ করোনা। অন্যদিকে লকডাউনের কারণের মানুষের আর্থিক যন্ত্রনা। সেই সময় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোটাই সবথেকে বড় ধর্ম। দুঃস্থ মানুষকে নিজের সামর্থ অনুযায়ী দান করা অন্যতম পুণ্যের কাজ। সেখানেই মানবতার প্ৰকৃত পরিচয়। সেই কাজই সংস্থাগুলি করে দিখিয়েছে।
আরও পড়ুন : সোমবার থেকে আর হকারি নয় ট্রেনে,হাওড়া ডিভিশনের নয়া এই নির্দেশিকায় মাথায় হাত পড়ল হকারদের