বিজেপি ছাড়ছেন ১৮ জন পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূলে ফেরার হিড়িক

মালদহের দলত্যাগী নেতারা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন জানানোর পর জেলা নেতৃত্ব সময় নিয়েছে ভেবে দেখার জন্য। তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর এখন রাজ্য নেতৃত্বের অনুমতির অপেক্ষায় রয়েছেন বলে খবর।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবার গেরুয়া শিবিরে বড় ভাঙন। আবার তৃণমূল কংগ্রেসে ফেরার আর্জি দল ছাড়াদের। এবার মালদহের রতুয়া ১নং পঞ্চায়েত সমিতির ১৮ জন তৃণমূল কংগ্রেস সদস্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার তাঁরাই সদলবলে তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়ে আবেদন করেছেন। ওই পঞ্চায়েত সদস্যরা জানান, তাঁরা ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন। সেই ভুল ভেঙে গিয়েছে। এবার তাঁরা ফিরতে চান। ফলে আবার ঘরওয়াপসি হতে চলেছে।

এখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরতে নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন মালদহের রতুয়া পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য। মালদহের দলত্যাগী নেতারা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন জানানোর পর জেলা নেতৃত্ব সময় নিয়েছে ভেবে দেখার জন্য। তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর এখন রাজ্য নেতৃত্বের অনুমতির অপেক্ষায় রয়েছেন বলে খবর।

আরও পড়ুন : তাড়াতাড়ি উপনির্বাচনের ব্যবস্থা করুন, এবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

এদিকে তাঁরা ঘরে ফেরার তোড়জোড় শুরু করলেও কঠিন সময়ে দলের পাশে না থাকার কারণে তাঁদের বিরুদ্ধে কঠোর হতে পারে তৃণমূল কংগ্রেস। মৌসম দলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইছেন। অন্যদিকে বিজেপির গোবিন্দচন্দ্র মণ্ডল জানান, আমরা জোর করে কাউকে দলে নিইনি। ফলে কেউ যেতে চাইলে বাধাও দেব না। এই ভাঙন নিয়ে জেলায় চিন্তায় পড়েছে বিজেপি নেতৃত্ব। কারণ এভাবে ভাঙন অব্যাহত থাকলে সংগঠন ভেঙে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, মুকুলের বাড়িতেও সেই ভাঙন সম্ভাবনা প্রবেশ করেছে। মুকুল–পুত্র শুভ্রাংশু রায় বেসুরো বাজতে শুরু করেছেন। সব্যসাচী দত্ত থেকে শুরু করে অনেক রাজ্যস্তরের নেতার কণ্ঠেও শোনা যাচ্ছে বিসর্জনের করুণ সুর। তার মধ্যেই পঞ্চায়েত সমিতিতে ভাঙন বেশ তাৎপর্যপূর্ণ। আবার দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্যদের পর নিচতুলার নেতা–নেত্রীদের মধ্যেও তৃণমূল কংগ্রেসে ফেরার হিড়িক পড়ে গিয়েছে।

আরও পড়ুন : Tarzan: বিমান দুর্ঘটনায় সস্ত্রীক প্রয়াত ‘টারজান’ খ্যাত অভিনেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest