Site icon The News Nest

রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী প্রয়াত

sudrarshan

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। শনিবার সন্ধ্যায় উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৫ বছর।প্রেসিডেন্সির প্রাক্তনী ছিলেন সুদর্শন রায়চৌধুরী। ছাত্রজীবনেই বাম রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই যুক্ত হন কমিউনিস্ট পার্টিতে। ১৯৬৭ সালে সিপিএমের সদস্যপদ লাভ করেন তিনি।

আরও পড়ুন : Huawei P50, P50 Pro: এই দুরন্ত 4G ফোনে আছে 50-MP ক্যামেরা! জানুন দাম ও স্পেসিফিকেশন

এরপর রাজনীতির সঙ্গেই অধ্যাপনার কাজে যোগ দেন সুদর্শন রায়চৌধুরী। শ্রীরামপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন তিনি। ১৯৮৯-৯১ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সুদর্শনবাবু। এরপর ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে বিধানসভা নির্বাচনে এই তাত্ত্বিক নেতাকে প্রার্থী করে দল। সেবার জিতেই তিনি বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রী হন তিনি।

এরপর ২০১২ সালে সিপিএমের হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব নেন তিনি। টানা ছ’বছর এই দায়িত্বে ছিলেন সুদর্শন রায়চৌধুরী। আমৃত্যু তিনি ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য।

আরও পড়ুন : রাজনীতিকে ‘অলবিদা’ জানিয়ে কী লিখলেন Babul Supriyo, পড়ে নিন তাঁর সম্পূর্ণ বয়ান

Exit mobile version