West Bengal Government Jobs: অষ্টম শ্রেণী পাশে একাধিক পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: কলকাতা পুরনিগমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তিনটি পদে নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ফিল্ড ওয়ার্কার MHW (গ্রেড III) :

শূন্যপদ – ২১।

শূন্যপদের বিন্যাস – SC – ১২, SC (এক্স-সার্ভিসম্যান) – ১, ST – ৩, ST (এক্স-সার্ভিসম্যান) – ১, OBC-B – ৩ OBC-B (এক্স-সার্ভিসম্যান) – ১।

ফিল্ড ওয়ার্কার SH (গ্রেড III) :

শূন্যপদ – ২।

শূন্যপদের বিন্যাস – SC – ১, ST – ১।

জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট (গ্রেড III) :

শূন্যপদ – ২।

শূন্যপদের বিন্যাস – অসংরক্ষিত – ১, SC – ১।

শিক্ষাগত যোগ্যতা : সরকারের স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হওয়ার সার্টিফিকেট।

আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, দেখুন আবেদনের ডিরেক্ট লিঙ্ক

বয়স : ১৮-৪০ (২০২০ সালের ১ জানুয়ারি অনুযায়ী)।

বয়সের ক্ষেত্রে ছাড় (সবকটি পদ) : SC ও ST প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। OBC-A ও OBC-B প্রার্থীদের ক্ষেত্রে তিন বছর সেই ছাড় দেওয়া হবে। অন্যদিকে, বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি :

অসংরক্ষিত ও OBC (A & B) প্রার্থী : ২২০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।

SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থী : ৭০ টাকা (চালান জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের চার্জ ২০ টাকা)।

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :

১) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সব ব্যাঙ্কে চালান জমা দেওয়া যাবে। অ্যাকাউন্ট নম্বর ০০৮৮০১০৩৬৭৯৩৬।

২) Indiaideas.com Limited (Bill Desk)-এর মাধ্যমে অনলাইনেও ফি জমা দেওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া : ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন: Railways RITES recruitment 2020: শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ, বেতনক্রম ১ লক্ষ ৪০ হাজার টাকা

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইন আবেদন ও চালান জেনারেশনের শেষ তারিখ – ৭ এপ্রিল, ২০২০।

ব্যাঙ্কে চালান জমা দেওয়ার শেষ তারিখ – ৮ এপ্রিল, ২০২০।

পুরো আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ – ৯ এপ্রিল, ২০২০।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest