শ্রমিকদের বাংলায় ফেরাতে ৮টি ট্রেন চালাবে নবান্ন, কবে কোন ট্রেন ছাড়বে দেখে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: প্রবাসী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে বিজেপির ক্রমাগত আক্রমণের মুখে অবশেষে তৎপর হল রাজ্য সরকার। ভিনরাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে ট্রেন চালাতে রাজি হল তারা। নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ বঙ্গের জন্য চলবে মোট ৮টি ট্রেন। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও চিকিৎসা করাতে যাওয়া ব্যক্তিদের ফেরাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৮টি ট্রেনে ৩০,০০০ মানুষকে ফেরানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই মর্মে রেল মন্ত্রককে চিঠিও পাঠিয়েছে নবান্ন। 

পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে ট্রেন চাইছে না বলে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার অভিযোগ করে এসেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, আজমেরে তীর্থ করতে যাওয়া বিশেষ সম্প্রদায়ের মানুষদের বাড়ি ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন চালালেও হরিদ্বার, কাশীতে তীর্থ করতে গিয়ে আটকে পড়া তীর্থযাত্রীদের নিয়ে কোনও হেলদোল নেই তাঁর। গোটা বিশ্ব যখন করোনা নিয়ে দিশেহারা তখন দিলীপ ঘোষ তাঁর চেনা পারফরমেন্সই করলেন। তাঁর ,মন্তব্যে ফের ধরা পড়ল হিন্দু-মুসলিম বিভাজনের কথা।নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ, কাল ও পরশু ছাড়বে এই ট্রেনগুলি।

আরও পড়ুন: রাম মন্দির নির্মাণে দান করুন, মিলবে করছাড়, করোনাতঙ্কের মধ্যেই ঘোষণা কেন্দ্রের

এক নজরে দেখে নিন কবে কোথা থেকে ছাড়বে কোন ট্রেন

শনিবার

বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে ছাড়বে ৪টি ট্রেন। 

একটি ট্রেন বেঙ্গালুরু থেকে পৌঁছবে বাঁকুড়ায়।

অন্য একটি ট্রেন বেঙ্গালুরু থেকে পৌঁছবে নিউ জলপাইগুড়িতে। 

আরেকটি ট্রেন বেঙ্গালুরু থেকে পৌঁছবে পুরুলিয়ায়। 

রবিবার

পঞ্জাবের জলন্ধর থেকে ট্রেন পৌঁছবে ব্যান্ডেল

সোমবার 

কাটপাডি (ভেলোর) থেকে একটি ট্রেন এসে পৌঁছবে হাওড়ায়। 

কাডপাডি থেকে আরেকটি ট্রেন পৌঁছবে খড়গপুরে। 

চণ্ডীগড় থেকে একটি ট্রেন পৌঁছবে দুর্গাপুরে।

আরও পড়ুন: এত দিন পর মুখ খুলে মিথ্যে বলছেন, ক্ষমা চান, শ্রমিক ইস্যুতে শাহকে তোপ অভিষেকের

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest