He is leaving politics, but not as an MP, Babul said after meeting Nadda

রাজনীতি ছাড়ছেন, তবে সাংসদপদ নয়, নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর জানালেন বাবুল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘রাজনৈতিক কর্মকাণ্ডে থাকব না। তবে সাংসদ পদ ছাড়ছি না।’ সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (BJP MP Babul Supriyo)। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন বাবুল।

সোমবার নড্ডার সঙ্গে বৈঠকের পর বাবুল বলেন, ‘আগেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখান থেকে সরে আসছি না। আমায় কোনও রাজনৈতিক অনুষ্ঠানে দেখবেন না। অমিত শাহ, নড্ডাজি আমায় সাংসদপদ ছাড়ার সিদ্ধান্ত বদলের কথা বলেছেন। এতদিন কাজ করছি। ওঁনারাও বলেছেন। সাংবিধানিক পদ ওটা। আমায় আসানসোলে পাওয়া যাবে। সাংসদ তহবিলের অর্থ যাতে ঠিকঠাক খরচ হয়, তা দেখব। নতুন করে উপনির্বাচন করতে গেলে অনেক খবর। আসানসোল থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে বুঝতে পেরেছি, আমি যে ছেড়ে দিই, সেটা ওখানকার মানুষ চাইছেন না।’ সেইসঙ্গে বাবুল জানান, সাংসদ হিসেবে যে বাংলো পেয়েছেন দিল্লিতে, তা ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন কেন্দ্রীয় নিরাপত্তাও। তবে সাংসদ হিসেবে বেতন নেবেন।

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ পদে জয়ী তৃণমূল প্রার্থী জহর সরকার, রাতেই যাচ্ছেন দিল্লি

গত শনিবার ফেসবুকে ‘এক গোছা রজনীগন্ধা’-র গান শেয়ার করে বাবুল বলেছিলেন, ‘কিন্তু একটা প্রশ্নের জবাব আমায় দিয়ে যেতেই হবে কারণ এটা প্রাসঙ্গিক। প্রশ্ন উঠবেই কেনই বা রাজনীতি ছাড়তে গিয়েছিলাম? মন্ত্রিত্ব চলে যাওয়ার সঙ্গে তার কি কোনও সম্পর্ক আছে? হ্যাঁ আছে, কিছুটা তো নিশ্চয় আছে! তঞ্চকতা করতে চাই না তাই সে প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে – আমায়ও তা শান্তি দেবে।’ সঙ্গে বাবুল যোগ করেন, ‘২০১৪ আর ২০১৯ -এর মধ্যে অনেক ফারাক। তখন শুধু বিজেপির টিকিটে আমি একাই ছিলাম।

‘রাজনৈতিক কর্মকাণ্ডে থাকব না। তবে সাংসদ পদ ছাড়ছি না।’ সোমবার সন্ধেয় দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (BJP MP Babul Supriyo)। দলীয় শীর্ষ নেতৃত্ব এবং আসানসোলের মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন বাবুল।

আরও পড়ুন : ‘‌আগামী দিনে বিজেপিতে কোনও কর্মী থাকবে না’‌, বিধায়কের মন্তব্যে গেরুয়া দলে অস্বস্তি তুঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest