আরও একবার স্বমহিমায় দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণের প্রসঙ্গে আক্রমণকারীর বুকে পা তুলে দেয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, তিনি হুংকার দিলেন, “বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে বা নেতাকে অপমান করলে দিলীপ ঘোষ তাঁর বুকে পা তুলে দেবে। যাঁরা অতি ভদ্রলোক তাঁরা বাড়িতে আঁচলের তলায় থাক।“
নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ মর্গ থেকে ছাড়ানো থেকে শুরু করে শ্মশানে শেষকৃত্য করা পর্যন্ত পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকেদের সংঘাত তুঙ্গে পৌঁছয়। বিজেপি বিধায়ক দেবদত্ত মাঝির হাসপাতালের হোমগার্ডকে চড় মারার ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সে প্রসঙ্গেই দিলীপ ঘোষ ‘বুকে পা তুলে দেওয়া’র কথা বলেন।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরপরই কাঁকুড়গাছির বিজেপি কর্মীকে নৃশংস ভাবে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিজেপি কর্মীর দেহ পরিবারের হাতে হস্তান্তরের কথা ছিল। সকালে এনআরএস হাসপাতালের সামনে ভিড় জমান বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, দেহ হস্তান্তরে দেরি করা হয়। তার ফলে মেজাজ হারান বিজেপি নেতা দেবদত্ত মাজি। চড় মারেন হোম গার্ডকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনায় মন্তব্য করেই ফের বিতর্কে দিলীপ ঘোষ।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাব কাটতেই ভ্যাপসা গরম রাজ্যে, রবিবার সকাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস
অনেকে বলছেন এগুলো দিলীপের মানসিক অবসাদের লক্ষণ। কেন্দ্রীয় বিজেপি আর রাজ্য বিজেপিকে পাত্তা দিচ্ছে না। সংগঠন ধরে রাখা তাদের কাছে চাপের হয়ে উঠছে। যে কায়দায় নরেন্দ্র মোদী ঘাসফুল ছিঁড়তে চেয়েছিলেন, এই কদিয়েনি যে তা এমন করে বুমেরাং হবে কে তা জানত ?
আরও পড়ুন: রাজ্যের ৬১ জন BJP বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করছে কেন্দ্র! নবান্নকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের