Is Ashok Lahiri going to TMC this time? The BJP MLA opened his mouth

এবার কি তবে তৃণমূলে যাচ্ছেন অশোক লাহিড়ী? মুখ খুললেন বিজেপি বিধায়ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একুশের ভোটের ফলপ্রকাশের পর থেকেই রাজ্য বিজেপিতে (BJP) ভাঙন শুরু। সেই ভাঙন এখনও অব্যাহত। দল ছেড়েছেন একাধিক বিধায়ক। এমনকী, দল বদল করেছেন সাংসদ বাবুল সুপ্রিয়ও। এমন আবহে আরও এক বিধায়কের দলবদলের জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার মাঝেই মুখ খুললেন বালুরঘাটের বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী (BJP MLA Ashok Lahiri)। মঙ্গলবার ভারচুয়াল সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা উড়িয়ে দিলেন তিনি।

বাংলার উন্নয়নের স্বার্থে তিনি প্রয়োজনে গোপনে রাজ্য সরকারকে পরামর্শ দিতেও প্রস্তুত৷ এমনই দাবি করলেন বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিড়ি (Ashok Lahiri proposal for state government)৷ বালুরঘাটের বিধায়ক অবশ্য একই সঙ্গে দাবি করেছেন, দল বদলের কোনও ইচ্ছে তাঁর নেই৷ রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে অবদান রাখতেই রাজ্য সরকারকে এমন প্রস্তাব দিচ্ছেন তিনি৷ বিজেপি (BJP) বিধায়ক এই প্রস্তাব দিলেও দল তাতে সায় দেবে কি না, তা নিয়ে অবশ্য সংশয় থাকছেই৷
গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় অশোক লাহিড়ির (Ashok Lahiri) নাম ছিল অন্যতম চমক৷ অনেকেই ধরে নিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন করলে অর্থমন্ত্রীর দায়িত্ব পাবেন এই ভারত সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা৷ বিজেপি সরকার গঠনে ব্যর্থ হলেও নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন অশোক লাহিড়ি (Ashok Lahiri)৷ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবেও তাঁর নাম প্রস্তাব করেছিল বিজেপি৷ শেষ পর্যন্ত অবশ্য মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হয়৷
এ দিন সাংবাদিকদের মুখোমুখি অশোক লাহিড়ি বলেন, ‘রাজ্যের উন্নয়নে সরকার যদি কোন পরামর্শ চায়, গোপনেও তা আমি সরকারকে দিতে চাই।’স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন সরকারকে গোপনে পরামর্শ দেওয়ার কথা বলছেন বিজেপি বিধায়ক৷ জবাবে অশোক লাহিড়ি দাবি করেন, ক্যাগ রিপোর্টের মতো সরকারের কাজের বিভিন্ন তথ্য জনসমক্ষে আসে৷ তা নিয়ে সমালোচনাও করা হয়৷ কিন্তু প্রতিটি সরকার পরিচালনার ক্ষেত্রেই গোপন কিছু বিষয় থাকে৷ ফলে অর্থনীতি সংক্রান্ত সেরকম কোনও বিষয়ে যদি সরকার তাঁর পরামর্শ নেয়, তাহলে সরকারের মনোভাবকে সম্মান দিয়ে তিনি সেই বিষয়টি গোপনই রাখবেন বলে জানিয়েছে অশোক লাহিড়ি৷

তবে বিজেপি বিধায়কের এমন প্রস্তাবে স্বভাবতই তাঁর দল বদলের জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ অশোক লাহিড়ি অবশ্য জোরের সঙ্গে দাবি করেছেন, দল বদলের কোনও ইচ্ছে তাঁর নেই৷আগামী পাঁচ বছর বিজেপি-র হয়েই বিধায়ক থাকবেন তিনি৷ দল বদলের জল্পনা উড়িয়ে বালুরঘাটের বিধায়ক বলেন, ‘আমি আয়ারাম গয়ারামের রাজনীতি করতে আসিনি৷ আমি মুকুল নই যে এত তাড়াতাড়ি ঝরে যাবো৷’

অমিত মিত্র শারীরিক অসুস্থতার কারণে অব্যাহতি চাওয়ায় বর্তমানে অর্থমন্ত্রকের দেখভাল করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকেই৷ ফলে মমতার মন্ত্রিসভায় এখন সে অর্থ কোনও অর্থমন্ত্রী নেই৷ এই পরিস্থিতিতে অশোক লাহিড়ির রাজ্য সরকারকে পরামর্শ দেওয়ার প্রস্তাবে অনেকেই দুই দুইয়ে চার করছেন৷

বালুরঘাটের বিধায়ক অবশ্য বলছেন, ‘পিএসি চেয়ারম্যান হওয়ার জন্য বা বিজেপি ক্ষমতায় এলে আমি অর্থমন্ত্রী হব, এসব ভেবে আমি রাজনীতিতে আসিনি৷ আমি অশোক লাহিড়ি, অর্থনীতিবিদ হিসেবে এই প্রস্তাব দিচ্ছি৷ এই দেশ, রাজ্যের থেকে আমি অনেক কিছু পেয়েছি৷ এই বয়সে নতুন করে আর কিছু পাওয়ার নেই৷ বরং রাজ্যের উন্নয়নে কোনও অবদান রাখতে পারলে ভাল লাগবে৷’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest