Site icon The News Nest

Kamduni Case: কামদুনি কাণ্ডে সুবিচারের দাবিতে দিল্লির পথে মৌসুমী-টুম্পারা

moushumi tumpa

কামদুনি কাণ্ড(Kamduni Case) নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ। সুবিচারের দাবিতে এবার দিল্লির উদ্দেশে রওনা মৌসুমী ও টুম্পা কয়ালরা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ তাঁদের সঙ্গে রয়েছে নির্যাতিতার পরিবারের সদস্যরা। বিমানবন্দরে দাঁড়িয়ে আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।

কামদুনিকাণ্ডে দোষীদের আরও কড়া শাস্তির দাবিতে লড়াইয়ের শেষ দেখতে চায় কামদুনিবাসী! বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের উড়ানে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁদের। মৌসুমীর দাবি, বুধবারই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করবেন তাঁরা। এছাড়া আইনি সহযোগিতায় প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁদের। তারপর পরবর্তী রণকৌশল স্থির হবে। মৌসুমীর দাবি, হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ফাঁসি রদের রায়ের পর বিচারব্যবস্থার উপর থেকেই যেন আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। সুপ্রিম কোর্টে হয়তো সুবিচার পাওয়া যাবে, ক্ষীণ আশা নিয়েই দিল্লির উদ্দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত।

বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়-সহ ৯ জন। দলে রয়েছেন কামদুনির নির্যাতিতার দুই ভাই-ও। কামদুনিকাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রতিবাদীরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের গাফিলতিতেই গণধর্ষণ-খুনের মামলায় চার সাজাপ্রাপ্ত আসামী মুক্তি পেয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন কামদুনির প্রতিবাদীরা।

টুম্পার দাবি, নিয়োগ দুর্নীতিতে বড় বড় আইনজীবীর রাজ্য সরকার সাহায্য নিচ্ছে। তবে কামদুনি কাণ্ডের ক্ষেত্রে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র অর্থের বিনিময়ে হালকা চালে এই মামলা লড়া হয়েছে বলেও দাবি তাঁর। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার গলাতেও একই সুর। রাজ্য সরকার কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ।কামদুনিকাণ্ডের প্রতিবাদীদের হয়ে সওয়াল করবেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে

 

Exit mobile version