Kanchanjunga Express: Why was kavach missing on Bengal route, Mamata asked

Kanchanjunga Express কোথায় গেল অ্যান্টি কোলিশন ডিভাইস, প্রশ্ন মমতার

উত্তরবঙ্গের ভয়াবহ রেল দুর্ঘটনার পর সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রশ্নটাই সরাসরি তুললেন। তা হল, পর পর এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, দুটি ট্রেনের সংঘাত এড়াতে যে যন্ত্রটা থাকার কথা সেটা কোথায় গেল? সোমবার সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে এসে ধাক্কা মারে একটা মালগাড়ি। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর নীচবাড়ি ও রাঙাপানি স্টেশনের মধ্যে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। যে ঘটনায় হতাহতের সংখ্যা বহু।

কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষে মারা গিয়েছেন অন্তত ৯ জন। আহত প্রায় ৪১। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী ভাবে হল এই দুর্ঘটনা? তা হলে কি ‘কবচ’ ছিল ওই লাইনে? গত বছরের জুনে ওড়িশার বালেশ্বরের বাহানগার কাছে করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারই যেন পুনরাবৃত্তি ঘটল সোমবার সকালে শিলিগুড়ির কাছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি জানি না, দেশে কী চলছে ?! ‘ কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, ‘অ্যাডমিনিস্ট্রেশনের অবহেলা’ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলেছেন তিনি। মমতার কথায়, ‘আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর ডেডবডি পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল। দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।’

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইনে চলছিল, পিছন থেকে একটি মালগাড়ি সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে। খেলনার মতো মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক কামরা। লাইচ্যুত হয় মালগাড়িও।প্রশ্ন উঠছে, তা হলে কি কবচ ছিল না? কবচ ভারতে তৈরি একটি প্রযুক্তি। একই লাইনে দু’টি ট্রেন চললে দুর্ঘটনা এড়াতে সাহায্য করে কবচ।

এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে তিনি বোঝাচ্ছেন, এই কবচ আসলে কী? এর পরেই প্রশ্ন উঠছে, কেন ওই ট্রেন দু’টিতে বা লাইনে লাগানো ছিল না কবচ? রেলের সূত্রে জানা গিয়েছে, এখনও বহু লাইনেই লাগানো হয়নি কবচ। অথচ তা নিয়ে ঢালাও প্রচার করেছিল একদা মোদী সরকার।