নীরব ও নিস্তব্ধ…দেখে নিন লকডাউন কলকাতার অচেনা অ্যালবাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: প্রতি দিন জনজোয়ার শব্দ তোলে কলকাতায়। কিন্তু আচমকা ধাক্কায় এখন থমকে গিয়েছে তিলোত্তমা। করোনা মোকাবিলায় টানা লকডাউন চলছে দেশে। স্তব্ধ কলকাতাও। এক সময়ে যে শহরে রোজ ঢেউ উঠত, সেখানেই এখন পা ফেলতে সতর্ক মানুষ। খাঁ খাঁ করছে রাস্তা। বিলকুল বদলে গেছে কলকাতা। শহরের এক সময় কোলাহলে ভরে ওঠা এলাকায় এখন দিব্যি শোনা যাচ্ছে পাখির ডাক। কেমন লাগছে আপনার ‘অচেনা শহর’কে। দেখে নিন ফোটো অ্যালবাম। উল্লেখ্য, সব ছবি সোশ্যাল মিডিয়া সূত্রে প্রাপ্ত।

WhatsApp Image 2020 04 01 at 3.08.33 PM

প্রাণচঞ্চল, গতিশীল রাস্তা এখন শুয়ে আছে নিষ্প্রাণ হয়ে। গতির দৌড় নেই, ধোঁয়া-ধুলো নেই। এখন কদাচিত দেখা মেলে যানবাহনের। লকডাউনের অবসরে এসপ্ল্যানেড এখন যেন বিশ্রাম নিচ্ছে।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.34 PM

বিশ্রাম নিচ্ছে রোজকার ব্যস্ত ইডেন গার্ডেনও । অপেক্ষায় রয়েছে, আবার কখন রাজপথ জেগে উঠবে মানুষের পায়ের শব্দে।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.31 PM 1কলকাতার সঙ্গে জেলাকে জুড়েছে হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজ। রোজ সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমত। সেই সেতু বা লাগোয়া ব্রেবোর্ন রোড শুনশান এই লকডাউনে।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.30 PM 3

বিশ্রাম নিচ্ছে রোজকার ব্যস্ত শোভাবাজারও । অপেক্ষায় রয়েছে, আবার কখন রাজপথ জেগে উঠবে মানুষের পায়ের শব্দে।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.24 PM

রোজ হাজার হাজার পায়ের শব্দ ওঠে এখানে। আপাতত তা নেই। কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা এমজি রোড চত্বরও এখন নিষ্প্রাণ।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.26 PM 1

জনমানব প্রায় নেই বললেই চলে। এখন বিশ্রাম নিচ্ছে সিসি ২ চত্বরও।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.27 PM 1

চায়ের কাপে তুফান নেই। প্রতি দিনের ব্যস্ত শ্যামবাজারের পরিস্থিতিও এখন কলকাতার অন্যান্য জায়গার মতোই নির্জন।

 

WhatsApp Image 2020 04 01 at 3.08.30 PM 2

রোজ প্রাণজাগা পোস্তাতেও এখন গাড়ির চাকার শব্দ নেই। জনমানব কম। 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest