দেখে নিন কলকাতায় কোন এলাকাগুলি ফের লকডাউনের আওতায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সপ্তাহ দুয়েক ধরেই কলকাতায় করোনা সংক্রমণে ক্রমাগত বাড়বাড়ন্ত ঘটছিল। তা রুখতে ফের কড়া ব্যবস্থা গ্রহণ করল রাজ্য। মঙ্গলবার নবান্ন থেকে সে সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকা অনুযায়ী আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন চলবে।

কলকাতায় বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণের সংখ্যা উদ্বেগ তৈরি করছিল। তা রুখতে ফের কন্টেনমেন্ট জোনে চলবে লকডাউন।

দেখে নিন, আগামী ৯ জুলাই থেকে শহরের কোন কোন এলাকা থাকবে লকডাউনেই ঘেরাটোপে

 

ভবানীপুর

1.১১ নম্বর এলগিন রোড

2.শরৎ বোস রোড

3. ২ নং জাস্টিস মাধব চন্দ্র রোড

4. চক্রবেড়িয়া

উল্টোডাঙা

1.জওরলাল দত্ত লেন

2.অধরচন্দ্র দাস লেন

3.উল্টোডাঙা মেইন রোড

4.উজির চৌধুরী রোড

5.আরিফ রোড

ফুলবাগান

1.সুরেন সরকার রোড

2.বিধাননগর রোড

বেলেঘাটা 

1.চাউলপট্টি

2.খোদাগঞ্জ মেইন রোড

3.রামকৃষ্ণ নস্কর লেন

আলিপুর

1.বেলভেডিয়ার রোড

2.আলিপুর রোড ৩

3.রাজা সন্তোষ রায় রোড

4.জাজেস কোর্ট রোড

কাঁকুড়গাছি

1.বাগমারি রোড

2.মানিকতলা মেন রোড

3.পি-১২ সিআইটি স্কিম ৭-এম

হাডকো

1.হাডকো হাউজিং

বিজয়গড়

২ নং বিজয়গড়

৪ নং বিজয়গড়

যাদবপুর

1.নারকেল বাগান

2.বাপুজি নগর

নিউ আলিপুর

1.নিউ আলিপুর এন ব্লক

2.নিউ আলিপুর ডি ব্লক

3.নিউ আলিপুর জি ব্লক

কসবা

ডা. জিএস বোস রোড

সুইনহো লেন

মুকুন্দপুর

মুকুন্দপুর পূর্বালোক

অজয়নগর

সার্ভে পার্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest