Madhyamgram: massive fire broke out in madhyamgram one labour died

Madhyamgram: তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ১, আটকে কয়েকজন

বুধবার দুপুরে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। একটি রাসায়নিক কারখানায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নি কাণ্ডে ঝলসে মৃত্যু হল কারখানার এক কর্মী। জখম একাধিক। কয়েকজন এখনও ভেতরে আটকে রয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

মধ্যমগ্রামের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় রয়েছে ওই পেট্রোল কারখানাটি। সূত্রের খবর, এদিন দুপুরে আচমকা ওই কারখানায় আগুন লেগে যায়। তবে কী থেকে আগুন তা এখনও স্পষ্ট নয়।দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে। তবে ওই কারখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন অ্যারেস্ট করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ফোম। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও জ্বলছে লেলিহান শিখা। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন আয়ত্তে আসার পর অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, হাসপাতালে ভর্তি রয়েছেন ২ শ্রমিক। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আচমকা আগুন লাগে বারাসতের একটি তেলের কারখানায়। প্রাথমিক ভাবে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তাঁরা। খবর যায় দমকল বাহিনীর কাছে। রাসায়নিক-সহ অন্যান্য দাহ্য বস্তু থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্রায় গোটা কারখানায়। অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পান পথচলতি মানুষেরা।

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, এক কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ দাস। উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা তিনি। বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘এক জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। জয়দেব কর্মকার এবং শ্যাম আলি নামে দু’জনকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।’’