Mamata banerjee announces financial help to the family members of each deceased person

Mamata: ‘জুনিয়রদের কর্মবিরতির ফলে মৃত ২৯ জনের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার সুবিচারের দাবিতে এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। অভিযোগ, এই কর্মবিরতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। হাসপাতালে ঠিকমতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে অনেকের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। এবার সেই মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

অগ্রাহ্য সুপ্রিম কোর্টের (Supreme court) আদেশ। ব্যর্থ সহৃদয় মুখ্যমন্ত্রীর ৩ দিনের অপেক্ষা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই অবস্থায় ঘোষণা করলেন যে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে দেগঙ্গায় যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল প্রমুখ।

এদিনের পোস্টে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেশ অনেকদিন ধরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। সাধারণ রোগীরা হাসপাতালে গিয়ে অনেক সময় ঠিকমতো চিকিৎসা পাননি বলে অভিযোগ। রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের মৃত্যুর নেপথ্যে দায়ী করা হয়েছে এই কর্মবিরতিকে। এই ঘটনাপ্রবাহ অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে X হ্যান্ডল পোস্টে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আর তার পরই তাঁর ঘোষণা, যারা এভাবে আপনজনকে হারিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে ২ লক্ষ টাকা করে সাহায্য করবে রাজ্য সরকার।