১ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস (Doctors’ Day)। সেই উপলক্ষে আগামী ১ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, কোভিড ওয়ারিয়রা করোনার সঙ্গে লড়াইয়ে ভাল কাজ করেছেন। তাঁদের সম্মান জানাতেই ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার।

দেশে প্রথমবার চিকিৎসক দিবস ঘোষিত হয়েছিল ১৯৯১ সালে। চিকিৎসক দিবসের প্রাক্কালে গত রবিবার মন কি বাত রেডিও অনুষ্ঠানে ডাক্তারদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অতিমারী আবহে যেভাবে চিকিৎসকরা নিজেদের প্রাণ বাজি রেখে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে লাখো লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন, তারই তারিফ করেন তিনি। আর সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তাঁদেরকে বিশেষ সম্মান দিতেই রাজ্যে ছুটি ঘোষণা করা হল। উল্লেখ্য এর আগে পুলিশকর্মীদের সম্মানে পুলিশ দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ‘Searching for Happiness’-এর বার্মিংহাম যাত্রা, মা-মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক

কোভিড নিয়ে কড়া বিধিনিষেধের জেরে বাংলায় বর্তমানে অনেকটাই কমেছে সংক্রমণ। কিন্তু এখনই বাধানিষেধ সম্পূর্ণ তুলে দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে তাই আরও বাড়ানো হল রাজ্যের নিষেধাজ্ঞার মেয়াদ। তবে ১ জুলাই থেকে চলবে সরকারি-বেসরকারি বাস (Bus Service)। ছাড় পেল আরও কিছু সড়ক পরিবহণের মাধ্যম। চলবে অটো। তবে আপাতত বন্ধই থাকছে ট্রেন, মেট্রো। সোমবার এ  সংক্রান্ত একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার মহামারীর বিরুদ্ধে চিকিৎসকরা নিজের প্রাণ বাজি রেখে লড়াই চালাচ্ছে। ফ্রন্টলাইনার হিসেবে তাঁরা কাজ করছেন করোনাকে হারানোর জন্য। করোনার বিরুদ্ধে যেভাবে চিকিৎসকরা কাজ করছেন, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। তাই তাঁদের সম্মান জানাতে আমরা চিকিৎসা দিবসকে বেছে নিয়েছি। ওইদিন ছুটি দিয়ে করোনা ওয়ারিয়র্স চিকিৎসকদের সম্মান প্রদর্শন করাই উদ্দেশ্য।

১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯১ সালে প্রথমবার চিকিৎসক দিবস ঘোষণা করা হয়। তারপর চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূয়সী প্রশংসা করেন চিকিৎসকদের। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছুটি ঘোষণা।

আরও পড়ুন : চলবে বাস – খুলবে সেলুন, ১৫ জুলাই পর্যন্ত বাকি লকডাউন চলবে রাজ্যে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest