Site icon The News Nest

Mamata Banerjee: নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দিচ্ছে ED, গোপনাঙ্গেও চলছে অত্যাচার : মমতা

mamata balu scaled

ED আধিকারিকদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নামে ED শারীরিক নিগ্রহ করছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, এদিনই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ED। পুজো মিটতেই ফের কেন্দ্রীয় এজেন্সির কার্যকারিতা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ED-র তল্লাশি প্রক্রিয়া সম্বন্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রোজ সকাল হতেই কোনও না কোনও নেতা-মন্ত্রীর বাড়িতে হানা দিচ্ছে ED। আর ফিজিক্যাল টর্চার? গোপনাঙ্গেও চলছে অত্যাচার।’ তাঁর কথায়, জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের অত্যাচার করা হয়েছে এবং জোর করে বলা হচ্ছে ‘এর নাম বলো। যতক্ষণ না বলবে, তখন অত্যাচার চলবে।’

রেশন বণ্টন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে হুঁশিয়ারি দিলেন বিজেপি এবং ইডিকে। জ্যোতিপ্রিয় যে সুগারের রোগী তা মনে করিয়ে দিয়ে মমতা আশঙ্কা প্রকাশ করে এমনটাও বলেন যে খারাপ কিছু ঘটে গেলে তিনি বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করবেন।

বৃহস্পতিবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্র তদন্তকারী সংস্থাকে ব্যবহার নিয়ে সরব হন। তার মধ্যেই বলেন, ‘‘জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বালুর স্বাস্থ্য খারাপ। অনেক সুগার। ও যদি মারা যায়, তা হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব।’’
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করে মমতা আরও বলেন, ‘‘আমাদের সাংসদ ছিলেন সুলতান আহমেদ। তিনি মারা গিয়েছেন। তিনি সিবিআইয়ের থেকে চিঠি পেয়েছিলেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী মারা গিয়েছেন। নাম বলানোর জন্য অত্যাচার চালানো হচ্ছে।’’ নারদ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল সুলতানের। তৃণমূল অভিযোগ করেছিল, সুলতানের ভাই ইকবাল আহমেদের নামে সিবিআইয়ের নোটিস আসে। তাতে নারদ-তদন্তে তাঁকে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছিল। এর অল্প পরেই অসুস্থ হয়ে পড়েন সুলতান এবং প্রায় সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, আজকে সকালে সবাই বিজয়া করতে হয়েছে। বিজয়া করতে গিয়ে দেখা গিয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ED তল্লাশি করছে। সব মন্ত্রীর বাড়িতেই তো তল্লাশি করছে। আর সরকারের বাকি থাকলে কে? এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা বিজেপির একটি নোংরা খেলা। বিজেপি প্যাথলজিক্যাল লায়ার। এইভাবে মনে করছে সবার মুখ বন্ধ করা যাবে?’

Exit mobile version