তৃণমূলে ফিরেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার মুকুলের, পেলেন রাজ্য নিরাপত্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায় (Mukul Roy)। শুক্রবারই সপুত্র ফের পুরনো দলে ফিরেছেন তিনি। ‘ঘর ওয়াপসি’র পরই তাঁর নিরাপত্তার বন্দোবস্ত করল রাজ্য পুলিশ। রাতেই তাঁর কাঁচরাপাড়ার বাড়ির সামনে পুলিশ মোতায়েন হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করবেন তিনি।

চার বছর ধরে BJP করার পর ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায় (Mukul Roy)। শুক্রবার মুকুলের প্রত্যাবর্তন ঘিরে তৃণমূল ভবনে সাজ সাজ রব ছিল। তৃণমূলে প্রত্যাবর্তনের আগে মমতার সঙ্গে দেখা হয় মুকুলের। মমতাকে ‘সরি’ বলেন মুকুল, এমনটাই জানা গিয়েছে। মুকুলের প্রত্যাবর্তনে মমতা বলেছেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরল’। তৃণমূলে ফিরে খুশি মুকুল। তৃণমূলের একদা সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন মুকুল।

আরও পড়ুন: Damini App: বজ্রপাতের পূর্বাভাস পেতে ফোনে রাখুন এই অ্যাপ! বিপদের সঙ্কেত মিলবে ৩০ মিনিট আগেই

কিন্তু, প্রত্যাবর্তনের পর তৃণমূলে কোন পদে থাকবেন মুকুল? মুকুলকে কী দায়িত্ব দেওয়া হবে? ইঙ্গিত দিলেন মমতা।এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই নিয়ে দল সিদ্ধান্ত নেবেন’। একইসঙ্গে মমতা বলেন, ‘ও আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। কোনও সমস্যা নেই। তৃণমূল কালেক্টিভ দল’।

মমতা, অভিষেকরা মুকুলকে তৃণমূলে স্বাগত জানালেও বিজেপি নেতৃত্বের তরফে সে রকম কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘আমি কী করব।’’ বিজেপি-র আর এক নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদ মাধ্যমের সামনে মুকুলকে শুভেচ্ছা জানানোর সঙ্গে জানিয়েছেন, তাঁরা আশা করছেন খুব তাড়াতাড়ি বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির পদ ও বিজেপি-র টিকিটে জেতা বিধায়ক পদ ছাড়বেন মুকুল। সেই পথের প্রাথমিক ধাপ হিসাবেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Tocilizumab ইঞ্জেকশন-কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক দেবাংশীকে শীতলকুচিতে বদলি করল নবান্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest