Site icon The News Nest

ভোটে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূল প্রার্থীকে ফেলে মার, নিশানায় সিপিএম

vote

দ্বিতীয় তথা শেষ দফা পুরভোট শুরু হতেই অশান্তির খবর জেলায় জেলায়। রাজপুর-সোনারপুরে বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ। পাশাপাশি কাঁথিতে তৃণমূলের বিরোধী তাণ্ডবের অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি একাধিক জেলায় বিরোধী এজেন্টদের বসতে দেওয়ার অভিযোগ উঠেছে।

২০ জেলার ১০৮ পুরসভায় আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ(west bengal municipal election 2022 news today)। ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ২ হাজার ২৭১ টি বুথে আজ শুরু হয়েছে ভোটগ্রহণ। হাইভোল্টেজ এই ভোটগ্রহণ ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা। মোতায়েন রয়েছে ৪৪ হাজার পুলিশকর্মী। মোট অবজারভারের সংখ্যা ১৩৫ জন। ফলে সবমিলিয়ে রাজনৈতিক রণডঙ্কা বাজিয়ে বাংলায় ১০৮ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব।

রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় পুরসভার ভোট গ্রহণ (Civic Polls 2022)। ১০৮টি পুরসভার ২১৭১টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত ১০৮টি পুরসভায় ১৬% ভোট পড়েছে জানা গিয়েছে, এদিন ১০৮টি পুরসভার মোট ২২৭৬টি পুরসভায় ভোট গ্রহণ থাকলেও, ইতিমধ্যে ১০৩টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল (municipal election in west bengal 2021 candidates list)। দুটি ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুর খবর মিলেছে।

শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী স্নিগ্ধা মুখোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘ ক্ষণ ধরে হুমকি দেওয়া দিচ্ছিল সিপিআইএম প্রার্থী এবং তাঁর দলবদলের তরফ থেকে। পর হঠাৎ আক্রমণ চালায় সিপিআইএম প্রার্থী মৌমিতা দাস। কার্যত মাটিতে ফেলে জুতো দিয়ে মারধর করা হয় তৃণমূল প্রার্থীকে এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল প্রার্থীর তোলা অভিযোগ অস্বীকার করেছে মৌমিতা মাহাতো দাস।

 

Exit mobile version