Municipal Elections 2022 Result: Only left candidate win birbhum

দিদি ঝড়ে দিশেহারা বিরোধীরা, ভাঙল অধিকারী-গড়, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেবল তৃণমূল আর তৃণমূল। অন্যদের সেই অর্থে নাম নিশানা পর্যন্ত নেই। দিদি ঝরে ছত্রখান বিরোধীরা।তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।গেরুয়া শিবির লড়াইয়ে থাকা তো দূরের কথা সম্মানজনক ফলও করতে পারল না। কাঁথির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, বিজেপি ৩টি ও ১টি ওয়ার্ডে নির্দল জয়লাভ করেছে। উত্তর কাঁথির বিধায়ক সুনীতা সিংও পরাজিত হয়েছেন। শুধু তাই নয় অধিকারী পরিবারের খাসতালুক ১৫ নম্বর ওয়ার্ডেও হেরেছে বিজেপি। এই ওয়ার্ডেরই ভোটার শুভেন্দুর পরিবার। সব মিলিয়ে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দুর এলাকাতেই ভরাডুবি হয়েছে বিজেপির।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওয়ার্ডে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বালুরঘাট পুরসভাও দখল করেছে তৃণমূল।দার্জিলিঙে ‘শূন্য’ BJP, তৃণমূলের জুটল ২ আসন ।দার্জিলিঙে শূন্যে ঠেকল বিজেপি। তৃণমূল কংগ্রেস পেল দুটি আসন। অনীত থাপার দল পেল আটটি আসন। হামরো পার্টির দখলে গেল ১৮ টি ওয়ার্ড। বিমল গুরুঙের গোর্খা জনমুক্তি মোর্চা পেল ১৮ টি আসন। জিএনএলএফ খাতাই খুলতে পারেনি।

বীরভূম জেলার পাঁচটি পুরসভার প্রায় ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টি তৃণমূল দখল করলেও একটি ওয়ার্ডে ব্যতিক্রমী ফল হল। রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জিতলেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। অনুব্রতর গড়ে একটি ওয়ার্ডেও জিততে পারল না বিজেপি।

ভোটের আগেই সিউড়ি ও সাঁইথিয়া পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। সিউড়ির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড তৃণমূলের দখলে চলে যায়। বাকি ছ’টি পুরসভায় ভোট হয়। ওই ছ’টিই শাসকদলের দখলে গিয়েছে। অন্য দিকে সাঁইথিয়া পুরসভার ১৬টিও ওয়ার্ডের মধ্যে সব ক’টিতেই জয়লাভ করেছে তৃণমূল। সিউড়ির ১৫টি ওয়ার্ডের মধ্যে সবক’টি শাসকদলের দখলে গিয়েছে। দুবরাজপুরের ১৬টির মধ্যে ১১টি ওয়ার্ডে আগেই জয়লাভ করেছিল শাসকদল। বাকি ৫টিতে ভোট হয়। সেই পাঁচটিও তৃণমূল জিতে নিয়েছে। বোলপুরে ২২টি ওয়ার্ডের ১০টি আগেই জিতে নিয়েছিল তৃণমূল। ১২টি ওয়ার্ডে ভোট হয়। সেগুলিও শাসকদলের দখলে গিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest