Murshidabad: Beloveds headless body recovered from pond, lover arrested

Murshidabad : পুকুর থেকে উদ্ধার যুবতীর মুণ্ডহীন দেহ, ধৃত প্রেমিক, কারণ শুনলে আঁতকে উঠবেন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুকুর (Pond) থেকে এক যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করল বড়ঞা থানার পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের (Murshidabad) বিছুর গ্রামে। পুলিশ সূত্রের খবর, দেহ উদ্ধার (Recovered) করা করা সম্ভব হয়েছে। প্রথমিক অনুমানে বোঝা যাচ্ছে যুবতীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তবে এখনও পর্যন্ত যুবতীর মুণ্ডর খোঁজ পাওয়া যায়নি। মৃতের বুকে ধারাল অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। গলা থেকে মাথা আলাদে করে নৃশংস ভাবে খুন করা হয়েছে।

সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিকাকে নিশৃংসভাবে খুন করল প্রেমিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত কল্যাণপুর এলাকার বিছুর গ্রামে। অভিযুক্ত যুবক উজ্জ্বল কোনাইকে গ্রেফতার করেছে বড়ঞা থানার পুলিশ। তার বাড়ি বিছুর গ্রামের পাশেই মল্লিকপুর গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তার দোষ ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম স্বপ্না সর্দার। বয়স ১৮ বছর। বাড়ি শক্তিপুর থানার অন্তর্গত বাজারশো গ্রামে।

স্বপ্না সর্দারের সঙ্গে উজ্জ্বলের প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তাঁকে গলা কেটে খুন করে প্রেমিক। শক্তিপুর থানার বাজারশো গ্রাম থেকে বিছুর গ্রামে এসেছিলেন তরুণী। আর সেখানেই গলা কেটে দেহ থেকে ছেদ করা হয় মুণ্ড। ইতিমধ্যেই প্রেমিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

কে বা করা তরুণীকে খুন করে পুকুরে ফেলে রেখে গিয়েছে তা নিয়ে  তদন্ত শুরু করেছিল পুলিশ।মুণ্ডুহীন দেহটি কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।কৃষকরা মাঠে যাওয়ার সময় তরুণীর দেহটি ভেসে উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বড়ঞা থানায় খবর দেন। রবিবার সকালে তরুণীর এইরকম নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। পুলিশ এসে পুকুর থেকে তরুণীর দেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে যাতে চিনতে পৰ না যায় সে কারণেই অপরাধীরা মুণ্ড কেটে নিয়ে পালিয়েছে। বৃষ্টির কারণে দুষ্কৃতীদের পায়ের ছাপও মুছে গিয়েছিল।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest