‘অধীর-মান্নানের জন্যই হার, কংগ্রেসে লবিবাজি চলছে’, বিস্ফোরক সোমেন-পুত্র

তাহলে কি দলবদল করছেন সোমেন-পুত্র? এই প্রসঙ্গে রোহনের মন্তব্য, 'আমাদের কে নেবে! আমরা কংগ্রেস করি। আমি তো কংগ্রেসের ভালো চাই। গত ৬ বছর ধরে কংগ্রেস করছি। মানুষ দেখল আমরা কতটা উপেক্ষিত হলাম।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কংগ্রেসে শোরগোল! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও আব্দুল মান্নানের (Abdul Mannan) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের (Somen Mitra) পুত্র রোহন মিত্র (Rohan Mitra)। একুশের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য অধীর-মান্নানকেই কার্যত কাঠগড়ায় তুললেন রোহন। ISF-এর সঙ্গে জোট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই সময় ডিজিটাল-কে রোহন বলেছেন, ‘কংগ্রেসে লবিবাজি চলছে। আগামী দিনে মান্নান প্রদেশ কংগ্রেস সভাপতি এলে আমরা দল ছাড়ব’।

আরও পড়ুন : রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের উপদেষ্টা পদে আলাপনের ভ্রাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়

সোমেন-পুত্র বলেন, ‘আব্দুল মান্নান অধীর চৌধুরীকে ফুরফুরা শরিফে নিয়ে গিয়েছিলেন। ওটা ধর্মীয় জায়গা। ওখানে রাজনৈতিক আলোচনা করা ঠিক হয়নি। এই চাপ উনি আমার বাবাকেও দিতেন। আব্বাসের সঙ্গে তাঁরা দেখা করতে গিয়েছিলেন। আব্বাসের সঙ্গে কথা বলেছেন অধীর ও মান্নান…কংগ্রেসে লবিবাজি চলছে। দলটা পুরো শেষ হয়ে গিয়েছে। এজন্য দায়ী অধীর চৌধুরী ও আব্দুল মান্নান। মান্নান প্রদেশ কংগ্রেস সভাপতি হলে আমরা দল ছাড়ব’।

রোহন আরও বলেন, ‘কংগ্রেসে এই লবি বন্ধ হোক। আমরা সোনিয়াজিকে জানিয়েছি সেকথা। কোনওরকম আলোচনা ছাড়াই জোট হয়েছে। কারও সঙ্গে কথা বলেননি ওঁরা’। অধীর প্রসঙ্গে রোহন বলেন, ‘গত সেপ্টেম্বরের পর অধীর চৌধুরীর সঙ্গে কোনও কথা হয়নি। ওঁর প্রতি আমার ভালোবাসা নেই…’ ISF প্রসঙ্গে রোহন বলেন, ‘ISF তো কোনও দল ছিল না। কোনও আন্দোলন করেনি। আমরা জানতেই পারিনি ISF-এর সঙ্গে জোট হচ্ছে কিনা। আমরা জানতাম বামেদের সঙ্গে জোট হচ্ছে’। সোমেন-পুত্রের কথায়, ‘নির্বাচনে আমরা BJP-কে আক্রমণ করলাম না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গেলাম। ভোটে কংগ্রেস জিরো হয়েছে, কীভাবে ঘুরে দাঁড়াবে, তা না ভেবে এখনও লবিবাজি চলছে।’কংগ্রেসে তিনি উপেক্ষিত বলেও মন্তব্য করেন রোহন।

তাহলে কি দলবদল করছেন সোমেন-পুত্র? এই প্রসঙ্গে রোহনের মন্তব্য, ‘আমাদের কে নেবে! আমরা কংগ্রেস করি। আমি তো কংগ্রেসের ভালো চাই। গত ৬ বছর ধরে কংগ্রেস করছি। মানুষ দেখল আমরা কতটা উপেক্ষিত হলাম। সংযুক্ত মোর্চা সরকারে এলে মানুষ কী পেত? কী নির্বাচন হল এটা!’

আরও পড়ুন : অঘোরী সন্ন্যাসী কারা? তাদের জীবনের উদ্দেশ্যে কি? জেনে নিন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest