Ojha Sanatan, Mangala convicted, would be hanged, the court pronounced verdict

পুরুলিয়ার সূচকাণ্ডে দোষী ওঝা সনাতন-মঙ্গলা, ফাঁসির সাজা শোনাল আদালত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরুলিয়ার (purulia) সূচ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির নির্দেশ দিল আদালত। এই ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিল মৃত শিশুর মা মঙ্গলা এবং ওঝা সনাতন। মঙ্গলবার তাঁদের ফাঁসির নির্দেশ দিয়েছে পুরুলিয়া আদালত। ২০১৭ সালে সূচ ফুটিয়ে শিশুকন্যাকে খুন করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

ওই শিশুকন্যার মা মঙ্গলা এবং ওঝা সনাতনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা একরত্তি সন্তানকে সূচ ফুটিয়ে খুন করে। তারপর উত্তরপ্রদেশে পালিয়ে গা ঢাকা দিয়েছিল দুজনেই। পরে পুলিশের জালে ধরা পড়ে। আদালতে তাদের বিচার হয়। পুরুলিয়া আদালতে শিশুকন্যার মৃত্যুর ঘটনায় সনাতন আর মঙ্গলা দোষী সাব্যস্ত হয়েছিল। আজ তাদের চূড়ান্ত সাজার কথা জানিয়েছেন আদালতের বিচারপতি।

সনাতন এবং মঙ্গলার কঠোর দৃষ্টান্তমূলক সাজার অপেক্ষায় ছিলেন সকলেই। গতকাল এই মামলার রায় দান স্থগিত হয়ে যায় সরকারি আইনজীবীর আপত্তিতে। রায়দানের প্রাক মুহূর্তে সরকারি আইনজীবী বিচারকের কাছে দাবি জানান আইনের ধারাগুলো খতিয়ে দেখে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আইনজীবীর এই দাবির পর বিচারক রায় দান স্থগিত রেখে বিচারপর্ব মুলতুবি রাখেন। মঙ্গলবার, দীর্ঘ চার বছর পর এই মামলার রায় ঘোষণা হল।

আরও পড়ুন : ইতিহাস! সুরাট থেকে আনা ফুসফুস রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন কলকাতায়

সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নির্মমভাবে যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অঙ্গে সূচ ফুটিয়ে খুন করার অভিযোগ ছিল সনাতন আর মঙ্গলার বিরুদ্ধে। পুরুলিয়া জেলা আদালতের ফার্স্টট্র্যাক কোর্টের বিচারক রমেশ কুমার প্রধান দুই অভিযুক্তকে কয়েকদিন আগেই দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১২০বি এবং ৩৪ নং ধারায় এই সাজা শুলিয়েছে আদালত।

আরও পড়ুন : ঐতিহাসিক জয়! তৃতীয়বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন জাস্টিন ট্রুডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest