Panchayat Election: Central Force reaches in Bhangar, central force route march at Birbhum

Panchayat Election: ভাঙড়ে এল এক কোম্পানি আধাসেনা!কেষ্টহীন গড়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে বীরভূমে।বীরভূমের (Birbhum) সিউড়িতে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী (Central Force)।এদিন সকালে সিউড়ি মহকুমা এলাকার আলুন্দা, ইটাগড়িয়া গ্রামে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হয়। এছাড়া বোলপুর মহকুমার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুর গ্রাম এবং রামপুরহাট মহকুমার মুরারইয়ে রুট মার্চ হয়।

আজ সকালে সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী আসায় নিশ্চিন্তে ভোট দিতে পারব, আশা গ্রামবাসীদের।

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অশান্তি ছড়িয়েছে। ভোটের দিন ঘোষণার পর সেই অশান্তি বেড়েছে কয়েক গুণ। তৃণমূল-আইএসএফের সংঘর্ষে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সেই ভাঙড়ে এল এক কোম্পানি আধাসেনা। বস্তুত, অশান্তির পর এই প্রথম আধাসেনা এসেছে এলাকায়। বিকেল সাড়ে ৩টে নাগাদ এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এলাকায় রুটমার্চ চলছে। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভাঙড় মহাবিদ্যালয়ে।

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একাধিক জেলায় টহলদারি শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই বিভিন্ন জেলায় পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন এবং প্রত্যাহার পর্বে রাজ্য জুড়ে হিংসার বাড়বাড়ন্তের অভিযোগ ছিল বিরোধীদের। ভোট এবং গণনার সময় তার পুনরাবৃত্তি ঠেকাতে বহু টানাপড়েনের পর কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে ‘রিকুইজিশন’ পাঠায় রাজ্য নির্বাচন কমিশন। সেই অনুযায়ী বাহিনীর আগমনও শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest