SAUMITRA KHAN RESIGNS FROM BJYM BENGAL PRESIDENT

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র খাঁ, ফের দলবদলের জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ ৷ বিষ্ণুপুরের সাংসদ বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা জানান ৷বুধবার দুপুর দু’টোর পর এই নিয়ে পোস্ট করেন সৌমিত্র ৷ একটি পোস্ট তিনি ইংরেজিতে করেন ৷ আর দ্বিতীয় পোস্টটি করেন বাংলায় ৷ সেই দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম ৷’’

আরও পড়ুন : কলকাতায় তেলের সেঞ্চুরির দিনে সিঙ্গুর থেকে বিধানসভা সাইকেলে এলেন বেচারাম মান্না

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে এবার বিজেপিও ছাড়তে চলেছেন ? তবে সৌমিত্র লিখেছেন, ‘‘বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আর আগামিদিনে বিজেপিতে থাকব ৷’’প্রসঙ্গত, গত সোমবার থেকেই সৌমিত্র খাঁয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ কারণ, ওই দিন বিজেপির যুব মোর্চার ডাকে কলকাতা পৌরনিগম অভিযান ছিল ৷ সেখানে অনুপস্থিত ছিলেন সৌমিত্র ৷ সংগঠনের রাজ্য সভাপতি কেন সংগঠনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ভোট পরবর্তী পরিস্থিতিতে একাধিক নেতা বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন ভোটের কৌশল নিয়ে। অনেকেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের দুষেছেন। দল ছেড়ে অনেক দাপুটে নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁদের অনেকেরই দাবি, দলে গুরুত্ব পাচ্ছিলেন না। তবে নেতা-কর্মীদের একত্রিত করে রাখতে মরিয়া বিজেপি। বিভিন্ন এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁ জানালেন, যুব মোর্চার সভাপতি পদ ত্যাগের সিদ্ধান্তের কথা। ফেসবুক ও টুইটারে তিনি লেখেন, “আমি আজ থেকে ব্যাক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। তবে বিজেপিতে ছিলাম, আছি, আর আগামীতেও থাকব। ভারত মাতা কি জয়।”

সৌমিত্র খাঁর (Saumitra Khan) এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দলবদলের জল্পনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা ফের তৃণমূলে ফিরে যাবেন সৌমিত্র। যদিও এদিনও বিজেপি সাংসদ সাফ জানিয়েছেন, তিনি বিজেপিতেই রয়েছেন। ওয়াকিবহলের মতে, সৌমিত্র খাঁর এই পদত্যাগের নেপথ্যে রয়েছন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কোনওদিনই দিলীপ-সৌমিত্র সম্পর্ক খুব একটা মধুর নয়। সেই মতানৈক্যের কারণেই হয়তো এই দলত্যাগ। তবে শুধু মাত্র দিলীপ ঘোষ নন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌমিত্র খাঁর রয়াসন নিয়েও কানাঘুষো চলছে। উল্লেখ্য, ভোটের আগে আচমকা তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল। এরপর রীতিমতো নাটকীয়ভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সাংসদ। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। একাধিকবার সংবাদমাধ্যমের মাধ্যমে স্বামীকে তৃণমূলে ফেরার কথা বলেছিলেন সুজাতা। এবার কি ঘাসফুল শিবিরেই ফিরতে চলেছেন সৌমিত্র? উত্তরের অপেক্ষায় আমজনতা।

আরও পড়ুন : পেশোয়ারের ইউসুফ খান থেকে নায়ক Dilip Kumar, শোকপ্রকাশ ইমরান খান- শেখ হাসিনার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest