শ্মশানযাত্রীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ লিলুয়া থানার এসআই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মৃতদেহ দাহ করতে গিয়ে দুটি দলের মধ্যে ঝামেলার জেরে গুলিবিদ্ধ এক পুলিশ কর্মী ৷ হাওড়ার বালির বাঁধাঘাট শ্মশানে দুটি দলের মধ্যে ঝামেলা বেঁধে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ ৷ পরিস্থিতি সামাল দিতে গেলে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম হন তিনি ৷ রাতের অন্ধকারে প্রকাশ্যে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে ৷

আরও পড়ুন : কোটি কোটি টাকা জালিয়াতি, দক্ষিণ আফ্রিকায় সাত বছরের জেল মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর

সোমবার সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে । লিলুয়া থানা অন্তর্গত সি রোডের বাসিন্দা সন্তোষ খাটুয়া (45) হৃদরোগে মারা যান । তাঁকে দাহ করতে নিয়ে যাওয়া হয় হাওড়া বাঁধাঘাটে । সেখানে কোনও একটি কারণে অন্য এক শব যাত্রীদের সঙ্গে বচসা বেধে যায় লিলুয়া সি রোডের ছেলেদের । একটি ছেলেকে বেধড়ক মারধর করে সি রোডের ছেলেরা । এই ঘটনার পর দুপক্ষের মারামারি শুরু হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে লিলুয়ার সি রোড এলাকা ৷
খবর পেয়ে সি রোডে যান লিলুয়া থানার এসআই সুমন ঘোষ ৷ দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ উল্টে হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তার উপর কর্তব্যরত ওই পুলিশ অফিসারকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী । ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় সুমন ঘোষ নামে ওই পুলিশ অফিসারকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest