step by step guide to apply for swasthya sathi card online from their official portal

এক ক্লিকে পান স্বাস্থ্যসাথী কার্ড, জানুন কীভাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  জনসাধারণের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে বলে ঘোষণা করা হয়েছিল। প্রথম দিকে বেশ কিছু বাছ বিচার থাকলেও ২০২১ সালের নির্বাচনের আগে ‘স্বাস্থ্য সাথী’কে অবাধ বলে ঘোষণা করে প্রত্যেকটি পরিবারের বয়ঃজ্যেষ্ঠ মহিলা সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হয়।

স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে রাজ্যের কোনও বাসিন্দাই এই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন না। প্রথমে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে ছিল না। দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়িয়েই করতে হত কার্ডের আবেদন। তারপর দিন নির্ধারিত হলে ছবি তুলতেও যেতে হত আলাদা দিন। তবে এখন আর লাইনে দাঁড়িয়ে বিভ্রান্ত হতে হবে না সাধারণ মানুষকে। স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পোর্টালেই গিয়ে করা যাবে কার্ডের আবেদন।

  • এই প্রক্রিয়াটি করার জন্য প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল swasthyasathi.gov.in এ যান।
  • হোমপেজে তারপর ‘Apply Online’ (অনলাইনে আবেদন) এ ক্লিক করুন।
  • তারপর স্ক্রিনে একটি ড্রপডাউন বক্স দেখা যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তার মধ্যে থেকে ‘Online Application for Swasthya Sathi Card’ এ ক্লিক করুন।
  • তারপর একটি অন্য পেজ খুলবে। সেখানে নিজের ফোন নম্বর দিন।
  • তারপর ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি লিখে ‘Submit’ (সাবমিট) বোতামে ক্লিক করুন।
  • স্বাস্থ্যসাথী আবেদনপত্র স্ক্রিনে দেখা যাবে।
  • সেখানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। তারপর সাবমিটে ক্লিক করুন। স্বাস্থ্যসাথীর জন্য আপনার আবেদনপত্র সম্পূর্ণ হল এইভাবে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest