বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভালো হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কথাতেই আছে পাপ বাপকেও ছাড়ে না। বিধানসভার আগে তৃণমূল ভাঙতে বিজেপির তৎপরতার কমতি ছিল না। এখন নিজেদের দল সামলাতে শুভেন্দু-দিলীপদের নাভিশ্বাস উঠছে।বিজেপির অনেক বিধায়ক তৃণমূল কংগ্রেসের (AITC) সঙ্গে যোগাযোগ করছে ৷ সোমবার এমনই দাবি করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

মঙ্গলবার অভিষেকের এই মন্তব্যের পালটা জবাব দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তৃণমূলের তরফে বিজেপির বিধায়কদের ভাঙানোর চেষ্টা করার ফল যে ভালো হবে না, তা সরাসরি বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷

আরও পড়ুন : 356-র জুজু মানুষ ভালোভাবে নেবে না, রাজীবের পোস্টে বিতর্ক

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষের পর নয়াদিল্লিতে দাঁড়িয়ে বললেন, ‘‘এবার শুরুটা করে দেখুন ৷ বিরোধী দলে বিজেপি (BJP) ৷ নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ৷’’

এর আগে অবশ্য তিনি উল্লেখ করেন গত দশ বছরে বঙ্গ রাজনীতিতে দলবদলের ইতিহাসকে ৷ জানান যে দলবদল রাজনীতির অঙ্গ ৷ গতবার তৃণমূল শুরু করেছিল ৷ তার পর অন্যদল করে ৷ কিন্তু অন্যদল থেকে তৃণমূলে যাওয়াদের বাঁচাতে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে দেওয়া হয়নি ৷

এর পরই তাঁর হুঁশিয়ারি, এবার আর সেটা হবে না ৷ আর তখনই তিনি মন্তব্য করেন, ‘‘এবার শুরুটা করে দেখুন ৷ বিরোধী দলে বিজেপি ৷ নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী ৷’’ এর পর তিনি এই মন্তব্যের ব্যাখ্যাও করেন ৷ জানান, সংসদে দলত্যাগ বিরোধী আইন পাস করানো হয়েছে ৷ সেই আইন কীভাবে কার্যকর করাতে হয়, তা তিনি ভালোই জানেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিজেপিতে যোগ দেওয়া অনেকেই তৃণমূলে ফিরতে চাইছেন ৷ তবে তৃণমূল এখনও সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ এই নিয়েই সোমবার তৃণমূল ভবনে প্রশ্ন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ তখনই তিনি বিজেপির বিধায়কদের তৃণমূলের সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তোলেন ৷

একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তোপ দেগেছিলেন অভিষেক ৷ সেই অভিযোগ নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি শুভেন্দু ৷ তাঁর কথায়, শাসক দলে থেকে ভোটের জেতার পর অনেক কথা বলা যায় ৷ কিন্তু তিনি বাম জমানায় বিধায়ক হয়েছেন ৷ লোকসভা নির্বাচনে সিপিএমের লক্ষ্মণ শেঠকে হারিয়েছেন ৷ আর এবার হারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ তবে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘তৃণমূল আঞ্চলিক দল ৷ ওই দল সম্পর্কে কোনও কথা বলব না ৷’’

উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল জেতার পর থেকে জাতীয়স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ অনেকে ইতিমধ্যেই মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘গরুর গাড়ির হেড লাইট ৷’’

আরও পড়ুন : বিশ্বজুড়ে স্তব্ধ বিবিসি, দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, অ্যামাজনের সাইট, কারণ ঘিরে ধোঁয়াশা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest