The CID summoned Shuvendu in the case of the mysterious death of a former bodyguard

প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যু মামলায় শুভেন্দুকে ডেকে পাঠাল সিআইডি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু মামলায় সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) ডেকে পাঠাল সিআইডি৷ সূত্রের খবর, শনিবার এ বিষয়ে সমন পাঠানো হয়েছে৷

শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছিল সিআইডি (CID)৷ চার সদস্যের সিআইডি দল নিহত রক্ষীর মহিষাদলের বাড়িতে যায়৷ আধঘণ্টারও বেশি সময় তাঁরা কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে৷ সেখান থেকে তদন্তকারী দল চলে যায় কাঁথি থানায়৷ তবে তদন্তের স্বার্থে সিআইডির আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি৷

ঘটনাটি ২০১৮ সালের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই মামলার প্রায় তিন বছর পর গত জুলাই মাসে তদন্তের দাবি তুলে এফআইআর দায়ের করেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। কীভাবে এই ঘটনা ঘটল? সেই প্রশ্ন তুলে, সঠিক তদন্তের দাবিতে এফআইআর করেন নিহত দেহরক্ষীর স্ত্রী।

অভিযোগপত্রে সুপর্ণা উল্লেখ করেছিলেন, ২০১৮ সালে ১৪ অক্টোবর এই ঘটনা ঘটে। একটি ফোনে তিনি জানতে পারেন, তাঁর স্বামী নাকি গুলিবিদ্ধ হয়েছেন। শুভব্রতকে কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পৌঁছন তাঁর স্ক্রী। চিকিৎসকেরা জানান, তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে হবে। কিন্তু অ্যাম্বুলেন্স পেতে অনেক দেরি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় শুভব্রতর। এখানেই প্রশ্ন তুলেছেন তাঁর স্ত্রী। তাঁর সন্দেহ, ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স সেদিন দেরিতে এসেছিল? এফআইআর-এর বয়ানে সেই প্রশ্নই তোলেন সুপর্ণা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest