IPAC: ২০২৬-এর বিধানসভা পর্যন্ত তৃণমূলের গাঁটছড়া আইপ্যাক-এর, কিন্তু প্রশান্ত কিশোর থাকছেন কি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত কি পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে থাকছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক? দলীয় সূত্রে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। ২০২১-এর নির্বাচনে তৃণমূলের জয়ের পিছনে এই ভোটকুশলীর ভূমিকা ছিল প্রশ্নাতীত। দলীয় নেতৃত্ব চাইছেন, আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনেও ‘পিকে ম্যাজিক’ জারি থাকুক।

একুশের নির্বাচনে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, তৃণমূল কংগ্রেস ২০০ আসন পার করবে। আর বিজেপি ১০০ আসন টপকাতে পারবে না। তিনিই বলেছিলেন, তাঁর ভবিষ্যদ্বাণী যদি ভুল হয় তাহলে এই পেশাই ছেড়ে দেবেন। তবে অঙ্ক মিলিয়ে দিয়েছেন তিনি। যেহেতু তিনি আইপ্যাক ছাড়তে চান বলেছিলেন তাই প্রশ্ন উঠছে, প্রশান্ত কিশোর এই নতুন মেয়াদে থাকবেন তো?‌ এই বিষয়ে কেউ কিছু বলেননি।

উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের নীতীশ কুমারকে সাফল্য এনে দিয়েছিলেন। অন্ধপ্রদেশে জগনমোহন রেড্ডিকে কুর্সিতে বসিয়েছেন, এমকে স্ট্যালিনের হাতে তামিলনাড়ুর মসনদ তুলে দিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বুকে আসীন করেছেন। তারপর ২০১৯ সালে কঠিন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে হ্যাট্রিক করিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

আরও পড়ুন: করোনা টিকা নিতেই চুম্বকে পরিণত হল শরীর! এবার শিলিগুড়িতে খোঁজ মিলল ‘ম্যাগনেট ম্যান’ -এর

উল্লেখ্য, ২০১৫ সালে বিহারের নীতীশ কুমারকে সাফল্য এনে দিয়েছিলেন। অন্ধপ্রদেশে জগনমোহন রেড্ডিকে কুর্সিতে বসিয়েছেন, এমকে স্ট্যালিনের হাতে তামিলনাড়ুর মসনদ তুলে দিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বুকে আসীন করেছেন। তারপর ২০১৯ সালে কঠিন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে হ্যাট্রিক করিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

২০১৭ সালেও অমরেন্দ্রের নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিল প্রশান্তের সংস্থা ‘আইপ্যাক’। কিন্তু সেই সময় তাঁর রীতিনীতি পছন্দ হয়নি অমরেন্দ্রর। তার আগে উত্তরপ্রদেশে কংগ্রেস এবং প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গেও খটাখটি বেধেছিল প্রশান্তের। সে কথা মাথায় রেখে প্রশান্তর ঠিক করা সমস্ত প্রচার অনুষ্ঠানই কাটছাঁট করতেন অমরেন্দ্র। কিন্তু বিজেপিকে হারাতে এ বার পিকে অস্ত্রেই ভরসা রেখেছেন অমরেন্দ্র।

আরও পড়ুন: বউ খুঁজে দিতেই হবে,মগডালে মদ্যপ, পুলিশ পারেনি, নামাল মৌমাছি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest