Site icon The News Nest

খড়দহে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

khardah

গভীর রাতে খড়দহের শ্যুটআউটের ঘটনা, মৃত ১ ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর, তৃণমূল নেতা রণজয় শ্রীবাস্তবের গাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি ও গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে আহত হন তৃণমূল নেতা। অভিযোগ, হঠাত্ই দুষ্কৃতীদের সঙ্গে বচসা শুরু হয় রণজয় শ্রীবাস্তবের। এরপর ওই তৃণমূল নেতা গাড়ি থেকে বেড়িয়ে আসলে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।

গাড়িতেও চলে বোমাবাজি। আহত হন গাড়িতে থাকা তাঁর সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে ব্যারাকপুরের অন্তর্গত বি.এন বসু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারীকরা। শ্যুটআউটে জড়িত থাকার আভিযোগে রাতেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।  সূত্রের খবর, এলাকায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ওই তৃণমূল নেতার সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় একদল যুবকের। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দলের মধ্যে।

আরও পড়ুন : ‘আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভাল হবে না’, এবার ভারতকে সরাসরি হুমকি দিল তালিবান

গাড়িতেও চলে বোমাবাজি। আহত হন গাড়িতে থাকা তাঁর সঙ্গী। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে ব্যারাকপুরের অন্তর্গত বি.এন বসু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ আধিকারীকরা। শ্যুটআউটে জড়িত থাকার আভিযোগে রাতেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।  সূত্রের খবর, এলাকায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ওই তৃণমূল নেতার সঙ্গে বচসা শুরু হয় স্থানীয় একদল যুবকের। এরপর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দলের মধ্যে।

রাতে রক্তদান শিবির শেষ হলে বাড়ি ফেরার সময় বিটি রোডের উপর তৃণমূল নেতা রণজয়ের গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। ফের তাদের সঙ্গে বচসা শুরু হলে গাড়ি থেকে বেড়িয়ে আসে ওই যুব তৃণমূল নেতা।  বচসা বাড়লে দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে গলায় লাগে রণজয়ের।  দুষ্কৃতীরা বোমাবাজি করে গাড়িতে। ঘটনার জেরে জখম হয় ওই নেতার সঙ্গীরা।  হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় রণজয়ের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মৃত রণজয় শ্রীবাস্তব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হিন্দি সেলের সংগঠক ছিলেন।  ধৃতদের জেরা করে ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

Exit mobile version