Weather Report: ১০ দিনে বাংলায় ঢুকবে বর্ষা, আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়

আজ ( রবিবার ) উত্তর ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৬ ডিগ্রি। তবে কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলার দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। ১৫ জুনের মধ্যেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। ইতিমধ্যে প্রাক বর্ষায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। কেরল সহ দক্ষিণ পশ্চিম উপত্যকায় চলছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত।

হাওয়া  অফিস সুত্রে খবর, নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ১১ তারিখের মধ্যেই যা শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে। যার জেরেই ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বিহারে  ভারী বৃষ্টিপাত শুরু হবে।

আরও পড়ুন : কাউন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সে হাফ-সেঞ্চুরির রেকর্ড ইব্রাহিমের, দেখুন ভিডিও

তবে তার আগেই, বাংলায় বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, হু হু করে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে শুরু করবে। দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রার তেমন কোনও বদল হবে না।

আজ ( রবিবার ) উত্তর ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৬ ডিগ্রি। তবে কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। রোদে, প্যাচপ্যাচে গরমে অস্বস্তিতে কাটাতে হবে কলকাতাবাসীকে।

আরও পড়ুন : ‘সিপিআইএমের মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানো অসম্ভব’, প্রত্যক্ষ প্রতিবাদ ফরোয়ার্ড ব্লকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest